ইন্দ্রনীল শুক্লা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনার থিম সং। ২৯ দেশের ১৭৫ ছবি। বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠান। এভাবেই ৩০-তম কলকাতা চলচ্চিত্র উৎসব (কিফ) জাঁকজমকে চমক লাগাতে তৈরি। ৪ ডিসেম্বর থেকে শুরু করে ১১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে এই উৎসব। শুক্রবার রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠকে সেই কথাই ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। জানালেন, উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি এই পরিচালকের জন্মশতবর্ষ-ও পালিত হচ্ছে এবারের উৎসবে। ধনধান্যে বিকেল সাড়ে ৫টায় ছবিটি দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় থিম সং গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
শুক্রবার রবীন্দ্রসদনে সাংবাদিক বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন, ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক গৌতম ঘোষ, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, কিফ সেক্রেটারি শান্তনু বসু, অভিনেতা অর্জুন চক্রবর্তী, প্রমুখ। অরূপ বিশ্বাস বলেন, এবারের উৎসবে ১২৭টি ফিচার ফিল্ম এবং ৪৮টি শর্ট ফিল্ম দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সিনে উৎসব গুনে ও মানে ক্রমশ কেমন আরও উন্নত হচ্ছে তা তুলে ধরেন ইন্দ্রনীল সেন। মন্ত্রী বীরবাহা হাঁসদা প্রান্তিক সিনেমাকে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং কিফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উৎসব ৩০ বছরে পদার্পণ নিয়ে নস্টালজিক হয়ে পড়েন গৌতম ঘোষ।
এবারের চলচ্চিত্র উৎসবে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ ছাড়াও ছবি দেখানো হবে নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মণি স্কয়্যার পিভিআর, গ্লোব সিনেমায়। ফেস্টিভ্যালের প্রতিটি দিন নন্দন চত্বরের একতা মঞ্চে বসবে বিশেষ সিনে আড্ডা।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় মনোনীত হয়েছে ৪২টি ফিচার ছবি, ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। এখানেই শেষ নয়। তালিকায় রয়েছে ১০৩টি ছবি। তবে সেসব ছবি কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। উৎসবে মোট ২৯টি দেশ অংশগ্রহণ করেছে। মোট ১৭৫টি ছবি দেখানো হবে। এবারের ফোকাস কান্ট্রি ‘ফ্রান্স’। কিংবদন্তি ফরাসী পরিচালকদের বেশ কিছু ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। শতবর্ষ শ্রদ্ধার্ঘ তালিকায় এবার রয়েছেন, তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ানি, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কেনেনি নাগেশ্বরা রাও, বংশী চন্দ্র গুপ্ত, মহম্মদ রফি, তলত মহমুদ, মদন মোহনের মতো কিংবদন্তিদের। স্পেশাল ট্রিবিউট জানানো হবে কুমার সাহানি, অ্যালিন ডেলন, অনুপ কুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রর মতো কিংবদন্তি শিল্পীদের। ক্লোসিং সেরেমনি হবে রবীন্দ্র সদনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.