Advertisement
Advertisement

Breaking News

KIFF 2024

কলকাতা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে কোন কোন সিনেমা নজরে থাকবে? জেনে রাখুন

প্রেক্ষাগৃহের তালিকাও দেখে রাখুন।

KIFF 2024: Here are some films from the list of 30th Kolkata International Film Festival
Published by: Suparna Majumder
  • Posted:December 5, 2024 6:23 pm
  • Updated:December 5, 2024 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলমান চিত্রের উৎসব। বাংলার মাটিতে গোটা বিশ্বের সিনেমা। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2024) প্রথম দিনেই সিনে অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘কাবুলিওয়ালা’, ‘থিঙ্কিং অফ হিম’-এর মতো সিনেমা, অপর্ণা সেনের ‘পরমা’ তথ্যচিত্র দেখেছেন দর্শকরা। দ্বিতীয় দিনের ঝুলিতে কী কী থাকছে?

প্রথমেই আসা যাক নন্দন ১ প্রেক্ষাগৃহে। শুক্রবার এখানেই সন্ধ্যা সাতটা থেকে দেখতে পাবেন ‘মাই মেলবোর্ন’। চারটি ভিন্ন জীবন সংগ্রামের কাহিনি ১১৯ মিনিটের সিনেমায় তুলে ধরা হয়েছে। আর এই চার কাহিনির নেপথ্যে রয়েছেন ইমতিয়াজ আলি, কবীর খান, রিমা দাস, ওনিরের মতো পরিচালক।

Advertisement

my-melbourne

এদিন বেলা দেড়টা থেকে শিশির মঞ্চে দেখা যাবে প্রয়াত পরিচালক গৌতম হালদারের ‘ভালো থেকো’ সিনেমাটি। এই সিনেমার মাধ্যমেই বলিউডের তারকা অভিনেত্রী বিদ্যা বালানের বড়পর্দার সফর শুরু হয়েছিল। এদিন পরিচালককে শ্রদ্ধা জানাতে বিদ্যাও আসবেন শিশির মঞ্চে। নানা স্মৃতিকথা শোনাবেন তিনি।

সন্ধ্যা সাড়ে ছটায় চলে যেতে পারেন রবীন্দ্র সদনে। সেখানে তখন দেখানো হবে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমা ‘আপিস’। বাণী বসুর কাহিনি অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী ও সন্দীপ্তা সেন।

Aapish

বড়পর্দায় আবারও ‘বাঞ্চারাম’ মনোজ মিত্রকে দেখতে চান? তাহলে সকাল এগারোটা নাগাদ চলে যেতে পারেন রাধা স্টুডিওর দিকে। গত ১২ নভেম্বর প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা। তপন সিনহার পরিচালনায় ‘বাঞ্চারামের বাগান’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। চলতি বছরে তপন সিনহার শতবর্ষও উদযাপন করা হচ্ছে। আরও এক প্রয়াত পরিচালকের সিনেমা রাধা স্টুডিওতে এদিন দেখা যাবে। সন্ধ্যা সাড়ে ছটায় রয়েছে উৎপলেন্দু চক্রবর্তী পরিচালিত ‘চোখ’ দেখার সুযোগ।

Bancharamer-Bagan

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement