সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের রবিবার। আর ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এমন দিনের অপেক্ষাই তো থাকে সারা বছর। সকাল থেকেই সিনেমার উৎসবে গা ভাসিয়ে দিতে পারেন। কারণ বাংলার মাটিতে যেমন বিশ্বমানের সিনেমা রয়েছে, তেমনই বাংলার একান্ত আপন চলচ্চিত্রও দেখতে পাবেন। চতুর্থ দিনের তালিকায় কোন কোনও সিনেমা নজরে থাকবে?
সকাল নটা নাগাদ যদি নন্দন ১-এ যান সেখানে মার্লোন ব্রান্ডোর ক্লাসিক ‘দ্য গডফাদার’ দেখতে পাবেন। সকাল সাড়ে এগারোটায় এই প্রেক্ষাগৃহেই দেখতে পাবেন ‘দ্য শেমলেস’। বুলগেরিয়ার পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের এই সিনেমার সৌজন্যেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বঙ্গকন্যা অনসূয়া সেনগুপ্ত। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সন্ধ্যা সাতটা থেকে দেখতে পাবেন পেদ্রো আলমোডোভার পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’। মুখ্য ভূমিকায় জুলিয়ান মুর, টিল্ডা সুইনটনের মতো অভিনেত্রী।
যাঁরা অপর্ণা সেনের তথ্যচিত্র এর আগে দেখতে পারেননি তাঁরা রবিবার নন্দন ৩ প্রেক্ষাগৃহে চলে যেতে পারেন। সেখানেই বিকেল পাঁচটা থেকে দেখা যাবে সুমন ঘোষ পরিচালিত এই তথ্যচিত্রটি। রবীন্দ্রসদনে সন্ধ্যা সাড়ে ছটা থেকে দেখা যাবে প্রমিতা ভৌমিক পরিচালিত সিনেমা ‘অহনা’। ছবিতে লেখিকার ভূমিকায় সুদীপ্তা চক্রবর্তী। রয়েছেন জয় সেনগুপ্তও।
এবারের চলচ্চিত্র উৎসবের বিশেষ অতিথি পাবলো সিজার। তাঁর পরিচালনায় তৈরি ‘আফটার দ্য এন্ড’ সিনেমা নবীনা পেক্ষাগৃহে দেখা যাবে সকাল নটায়। বিকেল পাঁচটা নাগাদ চলে যেতে পারেন নজরুল তীর্থ ২ প্রেক্ষাগৃহে। সেখানে বেঙ্গলি প্যানোরমা বিভাগের ‘মন মাতাল’ সিনেমাটি দেখা যাবে। এই ছবির দুই পরিচালক, দীপক বন্দ্যোপাধ্যায় ও প্রিয় চট্টোপাধ্যায়।
Renowned Argentinian filmmaker and Chief Guest of KIFF 2024, Pablo Justino César, shares his inspiring experiences from the grand inauguration ceremony.#30KIFF2024 #KIFF2024 #WorldCinemaInBengal #BengalsSoul #CinematicJourney #FilmFestivalMagic #KolkataInternationalFilmFestival… pic.twitter.com/zxsrWvaau0
— Kolkata International Film Festival (KIFF) (@Official_kiff) December 5, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.