Advertisement
Advertisement
KIFF 2023

KIFF 2023: ‘দিদিকে হিংসে করি’, মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করেও কেন একথা বললেন সলমন?

এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে ভাইজানকে নাচতেও দেখা যায়।

KIFF 2023: Salman Khan praises CM Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 5, 2023 6:55 pm
  • Updated:December 5, 2023 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর তাঁর ঘরের থেকেও ছোট। তাতেই অবাক সলমন খান। ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2023) মঞ্চে দাঁড়িয়েই ভাইজান বলে বসলেন, “দিদি তোমায় হিংসে করি।”

CM Mamata Banerjee and Salman Khan dances with title song on KIFF 2023 | Sangbad Pratidin

Advertisement

এদিন বেশ ‘দাবাং’ মেজাজেই কথা বলেন ভাইজান। ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসতেই সলমন বলেন, “দিদি তোমায় হিংসে করি। ওনার ঘর আমার ঘরের থেকেও ছোট। শত্রুঘ্ন সাহেব জানেন, আমার ঘরে বসার জায়গা নেই। কাপুর সাহেবও এসেছেন। একটা ঘর, একটা ছোট্ট রান্নাঘর। আমার মা অনেক চেষ্টা করেছিল বাস্তুর হিসেবে বিছানা ঠিক করার। একদিন বাবা বললেন, এবার একটা পজিশনই বাকি আছে। বিছানাটা লম্বা করে রাখো যাতে তোমার ছেলে এসে দাঁড়িয়ে শুতে পারে। আবার উঠে কাজে যেতে পারে।”

[আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে মমতার হাত ধরে নাচলেন সলমন, জমে উঠল উদ্বোধনী মঞ্চ]

এর পরই আবার সলমন বলেন, “কিন্তু দিদি, ওনার ঘর তো আমার ঘরের থেকেও ছোট। আমার খুব হিংসে হল। এমন পজিশনে থাকা মানুষ এভাবে থাকতে পারে? কুণ্ঠা হল। যাই হোক, সাধারণ মানুষদের খুব বেশি চাহিদা থাকে না।” সলমনের মুখে এমন কথা শুনে হাসতে থাকেন মমতা।

এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব বলেও অভিহিত করেন ভাইজান। আবার বাংলা সিনেমায় কাজ করার ইচ্ছেও প্রকাশ করেন। নিজের বক্তব্যের আগে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে তুলে চলচ্চিত্র উৎসবের টাইটেল ট্রাকে নাচেন ভাইজান। সঙ্গত দেন অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা।

[আরও পড়ুন: ‘বাংলায় এসে ছবি করতে চাই’, মুখ্যমন্ত্রীর কাছে আবদার সলমনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement