Advertisement
Advertisement

Breaking News

Manoj Bajpayee

Manoj Bajpayee: নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন মনোজ বাজপেয়ী! কিন্তু কেন?

কখন ঘটেছিল এই ঘটনা?

KIFF 2023: Manoj Bajpayee about his nervous breakdown after NSD rejection | Sangbad Pratidin

ছবি - কৌশিক দত্ত

Published by: Suparna Majumder
  • Posted:December 11, 2023 6:03 pm
  • Updated:December 11, 2023 7:54 pm  

সুপর্ণা মজুমদার: নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2023) এসে এমনই বিস্ফোরক তথ্য জানালেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। কেন এমন চিন্তা এসেছিল জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার মনে?

Manoj-1
ছবি – শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ে অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল মনোজের। কিন্তু প্রথমবারের প্রবেশিকা পরীক্ষায় তিনি ব্যর্থ হন। সেই সময়ই এমন চিন্তা এসেছিল অভিনেতার মনে। মনোজের কথায়, “সেই সময় পরিস্থিতি এমন ছিল যে আমি নিজের বাড়িতেও ফিরতে পারতাম না। আমি অভিনেতা হতে চেয়েছিলাম। আর আমার কাছে কোনও অপশন ‘B’ ছিল না। আমি শুধু অপশন ‘A’-র জন্য খেটেছিলাম। আমি প্রথমবার ব্যর্থ হয়েছিলাম আর ভেঙে পড়েছিলাম। প্রায় এক মাস আমার বন্ধুরা আমাকে সামলেছিল। নার্ভাস ব্রেকডাউন হয়ে গিয়েছিল। সেই সময় এক নামী থিয়েটার গ্রুপের ৩৬৫ দিনের ওয়ার্কশপ হয়েছিল। বন্ধুরাই ঠেলে পাঠিয়েছিল। তার পরে পুরনো কথা একেবারেই ভুলে গিয়েছিলাম।”

Advertisement

[আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনে কি ছোটপর্দার রামচন্দ্র আমন্ত্রিত? বড় খবর জানালেন অরুণ গোভিল]

এই প্রসঙ্গেই আবার শিশু-কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন মনোজ। জানান, অভিভাবকদের কখনই নিজেদের প্রত্যাশার কথা সন্তানদের সামনে বলা উচিত নয়। এতে সন্তানের মনে চাপ সৃষ্টি হতে পারে। কারণ সন্তানরা বাবা-মায়ের চোখে কখনই ব্যর্থ হতে চায় না।

Manoj-2
ছবি – শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

এদিন বলিউড শব্দটি নিয়েও ঘোর আপত্তি প্রকাশ করেন মনোজ। অভিনেতা মনে করেন, প্রত্যেক ফিল্ম ইন্ডাস্ট্রির নিজস্বতা হয়েছে। হলিউডের অনুকরণে তৈরি নাম রাখলে সেই নিজস্বতাকে অপমান করা হয়। বাংলা সিনেমার খোঁজ খবর ভালোই রাখেন মনোজ। সৌজন্যে OTT প্ল্যাটফর্ম। অভিনেতা জানান, তাঁর ওয়াচ লিস্টে হিন্দির তুলনায় বাংলা, তামিল, তেলুগু ভাষার ছবির সংখ্যা বেশি। মৃণাল সেনের সমস্ত ছবি দেখেছেন বলেও জানান মনোজ। ভালো চরিত্র পেলে বাংলা ছবিতেও কাজ করতে ইচ্ছুক তারকা।

[আরও পড়ুন: ‘অনন্যার সঙ্গে প্রেম করছ?’ আদিত্যকে সরাসরি প্রশ্ন করণের, অপ্রস্তুত অভিনেতা]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement