Advertisement
Advertisement

Breaking News

Kiara Advani

‘যা তেল দিয়েছি’, শ্বশুরবাড়িতে নিজে হাতে ফুচকা বানিয়ে শাশুড়িকে পটাচ্ছেন নতুন বউমা কিয়ারা

শাশুড়ির কাছে 'ভাল বউমা' হওয়ার টিপস দিচ্ছেন কিয়ারা আডবানি!

Kiara Advani tried to impress Sidharth Malhotra’s mother by making panipuri at home | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 6, 2023 4:26 pm
  • Updated:July 6, 2023 4:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর চটজলদি কাজে ফিরেছেন কিয়ারা আডবানি। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘সত্যপ্রেম কি কথা’। চলতি বছর ফেব্রুয়ারি মাসেই রাজস্থানে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। কাজের পাশাপাশি ঘরকন্নাও বেশ সামলাচ্ছেন অভিনেত্রী। আর নতুন বউমা বলে কথা! শ্বশুরবাড়ির মন জয় করতে তাই কোনওরকম কসরত করতেই ছাড়ছেন না কিয়ারা আডবানি।

শাশুড়ি ফুচকা খেতে ভালবাসেন। জানতে পেরেই ঝটপট সিদ্ধার্থ মালহোত্রার মায়ের জন্য নিজে হাতে ফুচকা বানিয়ে ফেললেন কিয়ারা। সম্প্রতি ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার প্রচারের সময়েই একথা ফাঁস করেন সিদ্ধার্থ ঘরনি। দিন কয়েক আগেই বউমার নতুন ছবির প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেতার মা রিমা মালহোত্রা। এবার শাশুড়ির কাছে ‘ভাল বউমা’ হওয়ার টিপস দিলেন কিয়ারা।

Advertisement

[আরও পড়ুন: ‘নবনীতাকে সিঁদুর পরানোর সময়ে হাত কাঁপছিল…’! জিতুর পুরনো ভিডিও নিয়ে শোরগোল]

অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, শাশুড়ির প্রিয় খাবার খাইয়ে মন জয় করেন তিনি। কিয়ারা বলেন, “আমার শাশুড়ি ফুচকা খেতে খুব ভালবাসেন। ওঁকা এখন আমাদের সঙ্গেই মুম্বইতে রয়েছেন। প্রথম যেদিন আমাদের এখানে শাশুড়ি এল, আমি তখনই বলেছি- আজকে বাড়িতে পানিপুরি হবে। যা তেল দিয়েছি না… আমাকে ভাল না বেসে থাকতেই পারবেন না।”

সংসার নিয়ে কিয়ারা বলেন, “ঘর-সংসার তো দুটো লোককে নিয়ে হয়। আর আমি খুব ভাগ্যবতী যে যাকে আমি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, যে আমার স্বামী, সে আমার প্রিয় বন্ধু। যেখানেই যাই না কেন, সিদ্ধার্থ আমার কাছে নিরাপদ আশ্রয়।”

[আরও পড়ুন: ‘পুরুষ মাস্টারমশাইরা একযোগে আমাকে কোণঠাসা করেন’, বিস্ফোরক গায়িকা সাহানা বাজপেয়ী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement