Advertisement
Advertisement

Breaking News

Sidharth Kiara

‘চাঁদের থেকেও বেশি ভালোবাসি’, করবা চৌথে একে-অপরের থেকে চোখই সরছে না সিদ্ধার্থ-কিয়ারার

তারকাদম্পতির প্রথম করবা চৌথের গদগদ ছবিতে মুগ্ধ বলিউড সেলেবরা।

Kiara Advani, Sidharth Malhotra celebrates first Karwa Chauth | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 2, 2023 10:12 am
  • Updated:November 2, 2023 10:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে গোলাপি সালোয়ার স্যুট। খোলা চুল। হাতে ছাকনি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন কিয়ারা আডবানি। অভিনেতারও ঠিক একই অভিব্যক্তি! পরনে তাঁর রং মিলান্তি পাঞ্জাবি। স্ত্রীয়ের দিক থেকে যেন চোখই সরছে না সিদ্ধার্থের। সেই ভালোবাসার ছবি শেয়ার করে কিয়ারা বললেন, “তোমাকে চাঁদের থেকেও বেশি ভালোবাসি”। এদিকে প্রথম করবা চৌথের ছবি শেয়ার করে ভালোবাসা জানালেন বলিউড অভিনেতাও।

বিয়ের পর প্রথম করবা চৌথ (Karwa Chauth 2023) বলে কথা। তাই বুধবার সকাল থেকেই কিয়ারার পুরো মন করবা চৌথ পালনে। স্বামীর দীর্ঘায়ু কামনায় তিনি নিষ্ঠা ভরে রীতি-নীতি মানছেন। আর তাই তো সকাল থেকেই হাতে মেহেন্দি, ঝলমলে পোশাক পরে একেবারে তৈরি বলিউড সুন্দরী। আর সেই ছবি শেয়ার করামাত্রই বলিউড সেলেব থেকে অনুরাগীরা ভরিয়ে দিলেন শুভেচ্ছার জোয়ারে। ভালোবাসা জানালেন তারকাদম্পতির সেলেববন্ধু করণ জোহর, দর্শন কুমার, মনীশ মালহোত্রারা। সিদ্বার্থ-কিয়ারার (Kiara Advani, Sidharth Malhotra) রূপে মুগ্ধ অনুরাগীরাও। কেউ বা আবার অভিনেতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে বসলেন, “আশা করি আপনিও কিয়ারার জন্য উপোস করেছিলেন।”

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে মন্নতের বাইরে জনসমুদ্র! ভক্তদের ‘খেল’ দেখালেন ‘বার্থডে বয়’ শাহরুখ, চিৎকার-উল্লাস…]

প্রসঙ্গত, করবা চৌথের জন্য মঙ্গলবারই মুম্বই থেকে দিল্লিতে সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতে এসেছেন কিয়ারা আডবাণী। সিদ্ধার্থের মায়ের থেকে শিখে নিয়েছেন করবা চৌথের নিয়ম কানুন। সেখানেই পরিবারের সঙ্গে করবা চৌথ পালন করছেন কিয়ারা। ছাকনি দিয়ে চাঁদ দেখে, তার পর স্বামীর মুখ দেখা। এভাবেই স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করলেন কিয়ারা আডবানি। যে রীতি-নীতি এতদিন সিনেমার জন্য করতেন, এবার সেটাই করলেন বাস্তবের স্বামীর জন্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি জয়সলমেরে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। গুঞ্জনে ছিল ‘শেরশাহ’ ছবি থেকেই নাকি সিদ্ধার্থ ও কিয়ারা। তাই তো বিয়ের অনুষ্ঠানেও দেখা যায় ‘শেরশাহ’ ছবির ছোঁয়া।

[আরও পড়ুন: বিয়ের পর প্রথম করবা চৌথ কিয়ারা-পরিণীতির, স্বামীর দীর্ঘায়ু কামনায় কী করলেন দুই নায়িকা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement