Advertisement
Advertisement

Breaking News

Kiara Advani

বিয়ে হতেই দর বাড়ালেন কিয়ারা! জানেন ‘ডন ৩’-এর জন্য কত টাকা নিচ্ছেন?

আগস্ট মাস থেকেই শুরু হবে ছবির শুটিং।

Kiara Advani Charges a Whopping Amount For Don 3
Published by: Akash Misra
  • Posted:March 5, 2024 12:05 pm
  • Updated:March 5, 2024 12:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ছবি হিট।  বিয়ের পর থেকেই যেন কিয়ারা আডবাণীর বৃহস্পতি তুঙ্গে। আর তাই তো আজকাল অহংকারে মাটিতে পা পড়ছে না সিদ্ধার্থ মালহোত্রার ঘরনির। এই যেমন দেখুন, প্রিয়াঙ্কা, দীপিকাকে ল্যাং মেরে ‘ডন ৩’ ছবি সই করছেন কিয়ারা। আর সই করেই চড়া দর হাঁকালেন। সূত্র বলছে, ‘ডন ৩’ ছবির জন্য কিয়ারা ফারহান আখতারের থেকে নিচ্ছেন ১৩ কোটি টাকা! শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’ ছবির পারিশ্রমিক থেকেও নাকি বেশি টাকা চেয়েছেন ‘ডন’ ছবিতে অভিনয়ের জন্য।

ফারহান আখতারের পরিচালিত ‘ডন ৩’ ছবিকে ঘিরে চর্চার অন্ত নেই। নিত্যদিন নিত্যনতুন আপডেট আসছে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের ডন ছবিতে নাকি আগের দুই সিনেমার থেকে আরও বড় চমক থাকতে চলেছে। আপাতত ছবির কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হচ্ছে ‘ডন ৩’র শুটিং।

Advertisement

[আরও পড়ুন: আলিয়ার কোলে মিষ্টি হাসি ছোট্ট রাহার, ম্যাচিং পোশাকে মা-মেয়েকে দেখে মুগ্ধ নেটপাড়া]

২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণ। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্ত দর্শকরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছিল নেটপাড়ায়। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ ছিল, “ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে।” কিন্তু এবার দেখার, ‘ডন ৩’ ছবিতে কী চমক দেন রণবীর সিং?

[আরও পড়ুন: তেরঙ্গা হাতে তুমুল লড়াই সারার, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এর ট্রেলারে স্বাধীনতার যুদ্ধ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement