Advertisement
Advertisement

Breaking News

Sidharth-Kiara wedding Video

বরমালা পরিয়েই সিদ্ধার্থের ঠোঁটে ঠোঁট রাখলেন কিয়ারা, মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

এই প্রথম সিদ্ধার্থ-কিয়ারা বিয়ের ভিডিও আপলোড করলেন।

Kiara Advani and Sidharth Malhotra shared First wedding video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 10, 2023 2:25 pm
  • Updated:February 10, 2023 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দরজা খুলতেই হাসিমুখে এগিয়ে এলেন কিয়ারা (Kiara Advani)।  সিদ্ধার্থের (Sidharth Malhotra) মনে যেন তখন আবেগের বিস্ফোরণ ঘটছিল। নাচতে নাচতেই মনের মানুষের দিকে এগিয়ে যান কিয়ারা। বরমালা পরিয়েই তাঁকে কাছে টেনে নেন। ঠোঁটে এঁকে দেন ভালবাসার চুম্বন। বিয়ের এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তারকা দম্পতি।  আর তা দেখে মুগ্ধ নেটিজেনরা। 

Sidharth-Kiara

Advertisement

 

গত মঙ্গলবার সামাজিক রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধেন কিয়ারা ও সিদ্ধার্থ। পড়ন্ত রোদকে সাক্ষী রেখে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন দু’জনে। কিয়ারার পরনে তখন হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা এবং সবুজ পান্নার গয়না।  সিদ্ধার্থের পরনে আইভরি রংয়ের শেরওয়ানি আর মাথায় পাগড়ি। বিয়ের ছবি শেয়ার করে নিজেদের ‘শেরশাহ’ সিনেমার স্মৃতি ফেরান তারকা দম্পতি। ক্যাপশনে লেখেন, “আব হামারি পারমানেন্ট বুকিং হো গ্যায়ি…”

[আরও পড়ুন: অভিনয় আমার প্রথম প্রেম, রাজনীতি দিয়েছে অনেক বড় মঞ্চ : সায়নী ঘোষ]

বিয়ের ভিডিওর নেপথ্যেও ‘শেরশাহ’র গানই ব্যবহার করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। শোনা যায়, এই সিনেমা থেকেই নাকি দু’জনের প্রেম শুরু। যা পরিণতি পেয়েছে। রাজস্থানে বিয়ে সেরে মুম্বই ফিরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। সাংবাদিকদের মিষ্টিমুখও করিয়েছেন। তারপর শুক্রবার বিয়ের এই প্রথম ভিডিওটি পোস্ট করলেন। 
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

শোনা যাচ্ছে, ৮০ কোটি টাকাতেই নাকি বিয়ের ভিডিও এবং ছবি বিক্রি করেছেন সিড ও কিয়ারা। আমাজনে বলিউড ওয়েডিংস সিরিজেই নাকি দেখানো হবে এই বিয়ে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিদ্ধার্থ ও কিয়ারার কাছ থেকে।

[আরও পড়ুন: ‘বিয়ের সানাই বাজছে…’, কনের সাজে ছবি পোস্ট করে লিখলেন স্বস্তিকা! ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement