Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan Fan

‘মৃত্যুর আগে একটিবার শাহরুখকে দেখতে চাই’, কাতর আরজি ক্যানসার আক্রান্ত বৃদ্ধার

কিং খানের অন্ধভক্ত খড়দহ-র বৃদ্ধা।

Khardah, North 24 Pargana old lady suffering from cancer wants to meet Shah Rukh Khan | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 20, 2023 9:01 pm
  • Updated:May 20, 2023 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মরে যাওয়ার আগে একটিবার শাহরুখকে দেখতে চাই। নিজে হাতে রেঁধে খাওয়াতে চাই বাঙালি পদ..”, ক্যানসার আক্রান্ত বৃদ্ধার কাতর আরজি।

শিবানী চক্রবর্তী। বয়স ষাটোর্দ্ধ। উত্তর ২৪ পরগণার খড়দহর বাসিন্দা। শয়নে-স্বপনে তাঁর কিং খান। মৃত্যুপথযাত্রী বৃদ্ধার এখন একটাই ইচ্ছে। বলা ভাল, শেষ ইচ্ছে। চিরঘুমের আগে একবার শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চান তিনি। আজ অবধি বাদশার একটা ছবিও মিস করেননি। ঝরঝরে মুখস্থ সব সিনেমার নাম। এমনকী ক্যানসারের চিকিৎসা চলাকালীনও ‘পাঠান’ দেখার বায়না জুড়েছিলেন শিবানীদেবী। শেষমেশ শাহরুখ-দীপিকার ছবি দেখেই ছেড়েছেন।

Advertisement

[আরও পড়ুন: দেবলীনার বিয়েকে ‘লাভ জিহাদ’ বলে কটাক্ষ! মুসলিম স্বামীর হয়ে সুর চড়ালেন নায়িকা]

এখানেই অবশ্য শেষ নয়। ক্যানসার আক্রান্ত বৃদ্ধার শয়নকক্ষের দেওয়াল-জুড়ে ভর্তি শাহরুখ খানের ছবি। সেখানে চোখ রাখলেই দেখা যাবে, বাদশার প্রত্যেকটা সিনেমার লুক। এমনকী, শাহরুখের প্রতি ভালবাসা থেকেই ক্রিকেটের প্রতি টান বেড়েছে শিবানীদেবীর। নিয়ম করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের খোঁজখবর রাখেন তিনি।

শিবানী চক্রবর্তী জানান, “ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন। এখন আমি দিন গুনছি। বেশি দিন তো বাঁচব না! মৃত্যুর আগে আমার একটি শেষ ইচ্ছে রয়েছে। শাহরুখের সঙ্গে দেখা করতে চাই। বাঙালি খাবার রেঁধে খাওয়াতে চাই। কোনও শৌখিন পদ নয়, বাড়িতে রোজ আমরা যেরকম সাধারণ খাবার খাই তেমনই। নিজে হাতে রেঁধে খাওয়াব ওঁকে। শাহরুখ তো বাংলাকে ভালবাসে, আশা করি বাঙালি রান্না ওঁর ভাল লাগবে।”

আর শাহরুখের সঙ্গে দেখা হলে কী বলবেন তিনি? সেই প্রশ্নের উত্তরে বৃদ্ধা জানান, “আমার মেয়েকে একটু আশীর্বাদ করতে বলব। এত বড় তারকা হয়েও কীভাবে সাদামাটা থাকেন, কাছ থেকে দেখতে চাই।”

[আরও পড়ুন: ‘সত্যমেব জয়তে’ বলে ঢোকেন, আরিয়ান কাণ্ডে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সমীর ওয়াংখেড়েকে]

ইতিমধ্যেই শিবানী চক্রবর্তীর মেয়ে প্রিয়া মায়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। একটাই উদ্দেশ্য, মায়ের শেষ ইচ্ছে পূরণ করা। বাদশা কি সাড়া দেবেন ক্যানসার আক্রান্ত ভক্তের ডাকে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement