Advertisement
Advertisement
Barkha

দাম্পত্যে দূরত্ব! চর্চিত প্রেমিককে নিয়ে বিদেশে জন্মদিন পালন দেবের ‘খাদান’ নায়িকা বরখার

'বিশেষ বন্ধু'র বাহুডোরে অভিনেত্রীর হাসিমুখে বরখা বিস্ত।

Khadaan actress Barkha's birthday celebration with rumored boyfriend
Published by: Sandipta Bhanja
  • Posted:December 28, 2024 8:05 pm
  • Updated:December 28, 2024 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর বাংলা সিনেমায় বরখা বিস্ত (Barkha Bisht Sengupta)। দেবের হাত ধরে ‘খাদান’-এ (Khadaan) তিনি সুপারহিট! আর ২৮ ডিসেম্বর সেই অভিনেত্রীরই জন্মদিন। স্বাভাবিকভাবেই এবারের বার্থডে তাঁর জন্য স্পেশাল। কীভাবে জন্মদিনটা উদযাপন করলেন এবার বরখা? কৌতহলী অনুরাগীরা তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুঁ মারতেই দেখা গেল তিনি এই ভূ-ভারতে নেই। পাটায়ায় জন্মদিন পালন করছেন ‘বিশেষ বন্ধু’র সঙ্গে। আর সেই ছবি দেখেই অনুরাগীদের প্রশ্ন, ‘যাঁর বাহুডোরে বরখা, তিনিই কি অভিনেত্রীর চর্চিত প্রেমিক?’

সেই উত্তর অধরা থাকলেও বরখার জন্মদিনের সেলিব্রেশন কিন্তু রঙিন। পয়তাল্লিশ বসন্ত পেরিয়েও তাঁর চাবুক ফিগার হার মানায় নবীন প্রজন্মের নায়িকাদের। কালো খাটো পোশাক। খোলা চুল। পাটায়াতে মেয়ে, বোনের পরিবার এবং আশিস শর্মার সঙ্গে জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী। বার্থডে সেলিব্রশনের বেশ কয়েকটা মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বরখা বিস্ত। সেখানেই দেখা গেল তাঁর পারিবারিক মুহূর্ত। তবে সবথেকে নজর কেড়েছে আশিসের বাহুডোরে অভিনেত্রীর হাসিমুখের ছবি।

Advertisement

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Barkha Bisht (@barkhasengupta)

বাংলার প্রেক্ষাগৃহে যেহেতু ‘খাদান’ রমরমিয়ে চলছে, উপরন্তু ২৫ ডিসেম্বর দিন তিনেক আগেই দেবের জন্মদিন গিয়েছে। অনেকেই ভেবেছিলেন এবার সম্ভবত জন্মদিনে কলকাতাতেই থাকবেন বরখা বিস্ত। কিন্তু শনিবার সোশাল মিডিয়ায় উঁকি দিতেই দেখা গেল পাটায়ায় রয়েছেন তিনি। প্রসঙ্গত, স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে তাঁর দূরত্বের খবর একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিলেও বরখা কিন্তু এখনও তাঁর নামের পাশে ‘সেনগুপ্ত’ পদবী ব্যবহার করেন। আইনত বিচ্ছেদের খবরও কখনও তাঁর ঘোষণা করেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement