Advertisement
Advertisement

Breaking News

Model died

স্ত্রীকে খুন করে টাকা হজম স্বামীর? জন্মদিনে ফ্ল্যাট থেকে অভিনেত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য

অভিনেত্রীর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Kerala model-actor found dead at her residence | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 14, 2022 10:07 am
  • Updated:May 14, 2022 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনক মৃত্যু হল কেরলের মডেল অভিনেত্রী সাহানার। বৃহস্পতিবার রাতে তাঁর নিজের ফ্ল্যাটের জানলার রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল অভিনেত্রীর মৃতদেহ। তাঁর স্মামী সাজ্জাদ এখন রয়েছেন পুলিশি হেফাজতে।

সাহানার মা উভেইমা জানান, বৃহস্পতিবারই তাঁর জন্মদিন ছিল। বার্থডে সেলিব্রেট করতে বাড়ি আসার কথা ছিল সাহানার। ফোনে কথা বলে বুঝেছিলাম খুব আনন্দেই রয়েছে সাহানা। সাহানার মা পুলিশকে আরও জানিয়েছেন, এক বিজ্ঞাপনে কাজ করে মোটা অঙ্কের চেক পেয়েছিল সাহানা। সেটার দিকে নজর ছিল সাহানার স্বামী সাজ্জাদের। এমনকী, টাকা না দিলে খুন করার হুমকিও দিয়েছিলেন বলে দাবি সাহানার মায়ের।

Advertisement

[আরও পড়ুন: রোগা নয়, ‘চটকানো’র জন্য গোলগাল ঐন্দ্রিলাকেই চান অঙ্কুশ  ]

মডেল-অভিনেত্রীর মায়ের কথায়, সাহানার যখন বিয়ে হয় তখন সাজ্জাদ কাতারে চাকরি করতেন। কিন্তু বিয়ে হওয়ার কিছুদিন পরেই চাকরি ছেড়ে দেন তিনি। কারণ সাহানা মডেলিং করে তখন প্রচুর আয় করছেন। পাশাপাশি তামিল ছবিতে অভিনয়ও করছিলেন সাহানা। সাহানার আয়ের অনেকটা সাজ্জাদ ভোগ করতেন বলে দাবি করেছেন সাহানার মা। সাজ্জাদের পরিবারের বিরুদ্ধে প্রচুর সোনা পণ চাওয়ার অভিযোগ রয়েছে সাহানার আত্মীয়দের।

সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতেই সাজ্জাদকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে সাজ্জাদ বলছেন, সাহানা আত্মহত্যা করেছেন। ঘটনার যাচাই করতে তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাহানার বন্ধু-বান্ধব ও সহকর্মীদেরও।

[আরও পড়ুন: চমকে ঠাসা ‘আশ্রম সিজন ৩’র ট্রেলার, ‘বাবা নিরালা’র চরিত্রে নজর কাড়লেন ববি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement