Advertisement
Advertisement
Kendall Jenner

দুহাতে ঢাকা স্তন, বোল্ড ফটোশুটে সাড়া ফেললেন ‘কার্দাশিয়ান গার্ল’ কেন্ডাল জেনার

ছবি দেখে কী বলছেন অনুরাগীরা?

Kendall Jenner's Steamy Photoshoot, see pictures
Published by: Suparna Majumder
  • Posted:November 13, 2024 2:11 pm
  • Updated:November 13, 2024 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু মার্কিন মুলুক নয়, সারা বিশ্বের ফ্যশনিস্তাদের পছন্দের তালিকায় রয়েছেন কার্দাশিয়ানরা। তাঁদের বোল্ড মেজাজের বহু গুণমুগ্ধ রয়েছে। ‘কার্দাশিয়ান গার্ল’দের অন্যতম কেন্ডাল জেনার (Kendall Jenner)। লাস্যময়ী ফটোশুটে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

Kendall-Jenner
ছবি: ইনস্টাগ্রাম

সাদা-কালোর আবহেই ফটোশুট করেছেন কেন্ডাল। দুহাতে স্তনযুগল ঢেকে নেশাতুর চাহনিতে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। ফ্যাশন ফটোগ্রাফার জুটি মার্ট অ্যান্ড মার্কাসের অন্যতম মার্ট কেন্ডালের এই ছবিগুলো তুলেছেন। আর তা দেখেই মন্ত্রমুগ্ধ অনুরাগীরা। কেউ কেন্ডালের শরীরকে সুন্দর শিল্পের সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার ভালোবাসা ব্যক্ত করেছেন।

Advertisement

ক্যালিফোর্নিয়ার অলিম্পিক ডিক্যাথলিট চ্যাম্পিয়ন ক্যাটলিন জেনার এবং টেলিভিশন ব্যক্তিত্ব ক্রিস জেনারের সন্তান কেন্ডাল জেনার। মাত্র ১৪ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেছিলেন। ভোগ ম্যাগানিজের কভার গার্ল হিসেবে বেশ সুনাম রয়েছে তাঁর। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা কেন্ডাল পান ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ শোয়ের মাধ্যমে। রিয়ালিটি এই সিরিজের অন্তত ২০টি সিজন করে ফেলেছেন কেন্ডাল। এর ‘স্পিন-অফ’ শোয়েও দেখা গিয়েছে মার্কিন ফ্যাশনিস্তাকে।

কার্দাশিয়ানদের আত্মীয় কেন্ডাল। ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলিশের সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক ছিল। এনবিএ খেলোয়াড় বেন সিমোনের সঙ্গেও সম্পর্ক ছিল কেন্ডালের। তবে সেই সম্পর্ক কখনও ভেঙেছে, কখনও আবার জোড়া লেগেছে। ২০২০ সালের কোভিড কালে শতাধিক অতিথি নিয়ে বার্থডে পার্টি করার জন্য সমালোচিত হয়েছিলেন কেন্ডাল। তবে এতে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। নিজেকে শান্ত রাখতে নাকি ট্রান্সসেন্ডেন্টাল মেডিটেশন (নীরব ধ্যান) করেন মার্কিন তারকা।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement