Advertisement
Advertisement

Breaking News

Kaushik Ganguly

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মাতৃবিয়োগ

সূত্রের খবর, রবিবার বিকেলে পরিচালকের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Kaushik Ganguly's mother passes away
Published by: Sandipta Bhanja
  • Posted:August 18, 2024 4:32 pm
  • Updated:August 18, 2024 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন। এমন উত্তাল পরিস্থিতিতে নিত্যদিন সোশাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের বিরুদ্ধে। এমনকী দিন দুয়েক আগেই আবারও জাতীয় পুরস্কারে ভূষিত হয়েও কোনওরকম উদযাপন বা সোশাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করেননি এই ‘কালো সময়ে’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের মনকে বিষাদ ঘিরে ধরেছিল। আর এমন দুঃসময়েই নিজের পরিবারে দুঃসংবাদ। মাতৃহারা হলেন পরিচালক অভিনেতা।

সূত্রের খবর, রবিবার বিকেলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মা বুলা গঙ্গোপাধ্যায় প্রয়াত হন। গড়িয়ার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। কথা ছিল, রবিবার বিকেলে চলচ্চিত্র পরিবারের সঙ্গে আর জি কর অভিযানে যাবেন তিনি। কথার খেলাপ করলেন না। নির্ধারিত সময়ে টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছে গেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। মাতৃপ্রয়াণের শোক, তবুও কর্তব্যে অবিচল কৌশিক। 

Advertisement

[আরও পড়ুন: মায়ের শেষকৃত্য সেরেই RG Kar অভিযানে কৌশিক, ‘অন্যায়ের’ বিচার চেয়ে পথে একজোট টলিউড]

রবিবার বিকেলেই সদ্য মাকে হারিয়েছেন। তবে মাতৃবিয়োগের শোক বুকে আগলেই শুধু আর জি কর নয়, সব অভয়ার বিচার চেয়ে পথে নামলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেলে মা বুলা গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সেরেই টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর উদ্দেশে রওনা দেন পরিচালক-অভিনেতা। সেখানে জড়ো হয়েছেন একাধিক টলিউড তারকারাও।

[আরও পড়ুন: RG Kar: ‘সিস্টেমের ভিতরে প্রচুর ঘুণপোকা’, শাসক-বিরোধীদের একযোগে বিঁধলেন পরমব্রত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement