Advertisement
Advertisement

Breaking News

বিচ্ছেদের পর কি সব শেষ? উত্তর খুঁজবে কৌশিক-সোহিনী জুটির প্রথম ছবি ‘মেঘ বাড়ি’

এটাই 'শ্রীময়ী' ধারাবাহিকের পরিচালক সুজিত পাইনের প্রথম ছবি।

Kaushik Ganguly and sohini sengupta are shooting for a new movie Called Megher Bari | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 22, 2022 7:35 pm
  • Updated:February 22, 2022 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদ কি সব শেষ করে দেয়? প্রেম, বন্ধুত্ব, একসঙ্গে দেখা স্বপ্ন! সবেই কি ইতি পড়ে যায় বিচ্ছেদের পর? কাজের ব্যস্ততায় যখন সম্পর্কে থাকা দুটি মানুষ, ধীরে ধীরে দূরে সরে যায়, সেই দূরত্ব কি বেড়ে যায় তাঁদের চাওয়া-পাওয়াতেও? এই দূরত্বের মধ্যে থেকেও কি পাহাড়ে একটা বাড়ি তৈরি করা যায় না! হ্যাঁ এমনই এক স্বপ্ন দেখেছিল মৃণ্ময় ও অনিন্দিতা। যে পাহাড়ে তাঁদের প্রেমের শুরু, সেই পাহাড়েই হবে একটা বাড়ি। নাম রেখেছিল ‘মেঘ বাড়ি’। কিন্তু সে স্বপ্নে হঠাৎ কালো মেঘের ছায়া! সম্পর্কের মাঝে এসে ঢুকল বিচ্ছেদ শব্দ। তবে বন্ধুত্ব রয়ে গেল। আর তাঁকে সঙ্গে করেই মৃণ্ময় ও অনিন্দিতা রওনা দিলেন মেঘ বাড়ির খোঁজে! শেষমেশ কি সেই বাড়ির খোঁজ পাবে তারা? এরকমই এক গল্প নিয়ে সিনেমায় হাতে খড়ি হচ্ছে পরিচালক সুজিত পাইনের। এতদিন যে পরিচালক টিভির পর্দায় ‘ইস্টি কুটুম’, ‘শ্রীময়ী’, ‘ইচ্ছে নদী’, ‘কুসুম দোলা’, ‘দেশের মাটি’র গল্প বলেছেন, এবার তাঁর হাত ধরেই সিনে পর্দায় ফুটে উঠবে ‘মেঘ বাড়ি’র গল্প! সুজিতের এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও সোহিনী সেনগুপ্তকে (Sohini Sengupta)। 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কের তরফ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমরা মূলত সম্পর্কের গল্পে দেখে থাকি, প্রথমে প্রেম, বিয়ে, সংসার এবং পরে বিবাহবিচ্ছেদ। তবে আমার এই ছবির গল্প শুরু হবে বিচ্ছেদের পর থেকে।  তবে এই গল্প ঠিক কোন দিকে এগোবে, তা এখন বললে পুরো গল্পই বলে দেওয়া হবে। বাদ বাকিটা দর্শক ছবিতেই দেখবেন।’

[আরও পড়ুন: উঠেছে নিষেধাজ্ঞা, দু’বছর পর ভারত সফরে বাংলাদেশি তারকা ফিরদৌস ]

প্রথম ছবিতেই কৌশিক গঙ্গোপাধ্যায় ও সোহিনী সেনগুপ্তর মতো অভিনেতাদের পেয়ে দারুণ খুশি পরিচালক। তাঁর কথায়, ‘কৌশিকদার অভিনয় নিয়ে নতুন করে কী আর বলব। দারুণ অভিনেতা। চরিত্রের গভীরতা বুঝে যেভাবে তিনি অভিনয় করেছেন, তা মুগ্ধ হওয়ার মতো। শুটিংয়ের মাঝে সিনেমা নিয়ে আড্ডাও চলত। সোহিনীদিও অসামান্য অভিনেত্রী। প্রত্যেকটি ফ্রেমেই তা প্রমাণ পেয়েছি। এই দু’জন অভিনেতাকে পেয়ে আমি সত্যিই নিজেকে লাকি মনে করছি।’

কয়েকদিন আগেই উত্তরবঙ্গে নানা জায়গায় এই ছবির শুটিং শেষ করে শহরে ফিরেছে ‘মেঘ বাড়ি’র টিম। এবার কলকাতায় চলবে শুটিং। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে দেখা যাবে বিদিপ্তা চক্রবর্তী, ভরত কলের মতো অভিনেতাদের।

[আরও পড়ুন: বিয়ে করছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা, জানেন পাত্র কে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement