Advertisement
Advertisement
Katrina Kaif

অবিকল যেন ক্যাটরিনা! জানেন ভাইরাল হওয়া এই কন্যা আসলে কে?

মডেলিং জগতে বেশ নামডাক রয়েছে এই সুন্দরীর।

Katrina Kaif's look a like Alina Rai sets the Internet on fire | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 29, 2021 9:24 pm
  • Updated:September 29, 2021 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটিজেনরা তো দেখে একেবারে দেখে থ! ক্য়াটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে এত মুখের মিল কীভাবে? কোথা থেকে এলেন এই কন্যা? ক্যাটরিনার দূর সম্পর্কের বোন নাকি! আপাতত, এই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছে ক্যাটরিনার অনুরাগীরা। অন্যদিকে, অবিকল ক্য়াটরিনার মতো দেখতে এই মুম্বই কন্য়ার ইনস্টাগ্রামে সেকেন্ডে সেকেন্ডে বেড়ে চলেছে ফলোয়ার।

তা কে এই সুন্দরী?

Advertisement

নাম আলিনা রাই। থাকেন মুম্বইয়ে। সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ আলিনা  রাই (Alina Rai)। নিয়মিত ছবি-ভিডিও পোস্টও করেন। নিজেকে মডেল এবং সোশ্যাল মিডিয়া তারকা নামেই পরিচয় দেন। আর এবার তিনি নেটিজেনদের কাছে ক্য়াটরিনার কপি পেস্ট!

নেটদুনিয়ায় আলিনা কিন্তু বেশ পরিচিত মুখ। ইনস্টাগ্রাম বলছে, আলিনার ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। আর ভাইরাল হওয়ার পর তো আলিনার ফলোয়ার বাড়ছে হু হু করে।

[আরও পড়ুন: বাংলাদেশে ছবির শুটিংয়ে কৌশানী, ‘পদ্মার ইলিশ আনব’ পরিবারকে বার্তা অভিনেত্রীর]

২০২০ সালে বাদশার একটি গানে দেখা গিয়েছিল আলিনাকে। শুধু তাই নয়, কয়েকটি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। তবে সেভাবে নজর কাড়তে পারেননি আলিনা। মডেলিং জগতে অবশ্য নামডাক রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। সিনেমায় আসবেন? আলিনা কিন্তু এসব প্রশ্নের উত্তর দিতে একেবারে নারাজ।

অন্যদিকে আলিনার এই ছবি দেখে নেটিজেনরা বলছেন, নিশ্চয়ই আলিনা কসমেটিক সার্জারি করিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, ক্যাটরিনার থেকেও বেশি সুন্দরী আলিনা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alina Rai (@alinarai07)

 

[আরও পড়ুন:স্বামীর ডিজাইন করা মূর্তি দূরে রাখবে শত্রুদের, ঘরে শান্তি ফেরানোর উপায় জানালেন সুদীপা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement