সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ডিসেম্বরের ৯ তারিখ সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। কিন্তু হানিমুনে না গিয়ে, বিয়ের ক’দিন পরেই সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন দুই তারকা। তবে প্রবল ব্যস্ততার মাঝেও সমুদ্রের ধারে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে বলিউডের এই হট দম্পতিকে। ভিকি-ক্যাটরিনা কোথায় গিয়েছিলেন, তা কিন্তু জানা যায়নি। এবার বলিউডে নতুন গুঞ্জন, ক্যাটরিনা কাইফ নাকি মা হতে চলেছেন! শোনা যাচ্ছে, দ্রুতই অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নেবেন ক্যাট ও ভিকি।
এমন গুঞ্জন রটল কেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্যাটরিনার একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, ঢিলেঢালা পোশাক পরে রয়েছেন ক্যাটরিনা। আর ক্যাটরিনাকে এই অবতারে দেখেই নেটিজেনরা শুরু করে দিলেন অভিনেত্রীর অন্তঃস্বত্ত্বা হওয়ার জল্পনা।
কয়েক মাসে আগে সোনমকেও দেখা গিয়েছিল ঢিলেঢালা পোশাক পরে বিমানবন্দর থেকে বের হতে। এই ঘটনার কয়েকদিন পর সোনম কাপুর সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর শেয়ার করেন। সম্প্রতি সোনম বেবি বাম্প নিয়ে ফটোশুটও করে ফেলেছেন। সোনমের খবরের রেশ কাটতে না কাটতেই ক্যাটরিনার অন্তঃস্বত্ত্বার জল্পনা ছড়িয়ে পড়ে গোটা বলিউডে। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি কেউ-ই।
কয়েকদিন আগেই সলমন খান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল একেবারে অ্যাকশন অবতারে। ক্যাটরিনা যখন অ্যাকশনে মত্ত, তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সলমন! চাদর সরাতেই দেখা গেল সলমনের ‘টাইগার’ রূপ! যা দেখে ইতিমধ্যেই অনুরাগীদের হইচই শুরু। বিয়ের পর এই ছবির শুটিংয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.