Advertisement
Advertisement

Breaking News

Katrina Kaif

‘আমার আগে জেনে ফেলে আমি কী চাই…’, কে এই ব্যক্তি যাঁর প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা?

কোনও নায়ক কিংবা পরিচালক নন। বরং...

Katrina Kaif pens heartfelt note for her personal assistant | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 12, 2023 2:32 pm
  • Updated:July 12, 2023 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে সফর শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দেখতে দেখতে কুড়িটা বছর কেটে গেল। এই সফরের জন্য একজনকেই কৃতিত্ব দিলেন অভিনেত্রী। নাহ, কোনও তারকা নন তিনি। তাহলে?

Katrina-Ashok

Advertisement

মাথায় টাক পড়ে যাওয়া মধ্যবয়সের এক ব্যক্তির সঙ্গে ছবি শেয়ার করেছেন ক্যাট। তাঁর নাম অশোক শর্মা। অভিনেত্রীর ছায়াসঙ্গী তথা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দুই দশকের কেরিয়ারের যাবতীয় ক্রেডিট এনাকেই দিয়েছেন ক্যাট। জানিয়েছেন অশোকই এমন একজন মানুষ যিনি অভিনেত্রীর আগেই তাঁর মনের কথা জানতে পেরে যান।

[আরও পড়ুন: ‘ঝুমকা গিরা রে…’! ‘রকি অউর রানি’র গানে ফের অরিজিৎ ম্যাজিক, রণবীর-আলিয়ার ঠুমকা]

ইনস্টাগ্রামে অশোকের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, “আজ কুড়ি বছর কেটে গেল। ইনি অশোক শর্মা। এই কুড়ি বছরের যাঁর সঙ্গে আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। কখনও প্রাণ খুলে হেসেছি… কখনও উৎসাহ পেয়েছি… আবার বকাও খেয়েছি যা খাওয়ার কথা ছিল তা সময়মতো না খাওয়ায় জন্য অথবা যা করার কথা তা না করে যা মন চেয়েছে তা করার জন্য।”

Katrina-Ashok-1

এরপরই আবার অভিনেত্রী লেখেন, “আবার সেটে কেউ আমাকে কিছু বললে অশোকের চোখ থেকেও কয়েকফোঁটা জল গড়িয়ে পড়ে। আমরা একসঙ্গে কতকিছুই না দেখলাম। ওঁর হাসিমুখটা এখনও রোজ দেখতে পাই, সারাক্ষণ। আমার আগে জেনে ফেলে আমি কী চাই। সারাক্ষণ আমায় নজরে রাখে। চলো তবে, আরও বছর কুড়ির জন্য…”

[আরও পড়ুন: আচমকা শুটিং ফ্লোরে ঢুকে এল বিশাল অজগর, বাঁধল হুলস্থূল কাণ্ড, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement