Advertisement
Advertisement

Breaking News

Tiger 3

‘আমার মতো মারপিট আর কেউ করেননি!’ বলিউডের অন্য অভিনেত্রীদের চ্যালেঞ্জ ছুঁড়লেন ক্যাটরিনা

দিওয়ালিতে মুক্তি পাচ্ছে ক্যাটরিনার 'টাইগার ৩'।

Katrina Kaif on her 'Tiger 3' stunts| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 30, 2023 9:06 pm
  • Updated:October 30, 2023 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই সলমন খানের নতুন ছবি টাইগার ৩ -এর অ্য়াকশন দৃশ্যে ক্যাটরিনার কামাল দেখে হইচই বলিপাড়ায়। মারপিটের দৃশ্যে ক্য়াটরিনার ফিটনেস দেখে হতবাক বলিউডের অন্যান্য অভিনেত্রীরা। বলিউডের দাবাং খান সলমনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাটরিনা যেভাবে অ্যাকশন দৃশ্য়ে অভিনয় করেছেন, তা নিয়ে প্রশংসা করেছেন খোদ সলমনও। আর এবার ‘টাইগার ৩’-এর স্টান্ট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা।

[আরও পড়ুন: কানে জ্বলন্ত ধূপকাঠি, গলায় গাঁদা ফুলের মালা, ‘ভুল ভুলাইয়া’র মেজাজে উরফির ‘হ্যালোউইন’]

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানালেন, ”টাইগার ৩ ছবিতে জোয়া চরিত্রটি আগের দুটো ছবি থেকে আরও বেশি অ্যাকশন অবতারে। তাই ছবি শুটিংয়ের দুমাস আগে থেকেই ট্রেনিং দেওয়া হয়েছিল আমাকে। তবে এটা বলতে পারি, এই ছবিতে আমার অ্যাকশন দৃশ্যগুলো একেবারে নতুন কায়দার। কোনও অভিনেত্রী এর আগে এমন দৃশ্য়ে অভিনয় করেননি। জোয়া আমার কাছে খুব স্পেশাল একটা চরিত্র।”

Advertisement

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’ (Ek Tha Tiger)। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’ (Tiger Zinda Hai)। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সলমন ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দিওয়ালিতে।

[আরও পড়ুন: নেপথ্যে বজরংবলী, ‘সিংহম এগেইন’-এ ফের সিম্বা লুকে হুঙ্কার রণবীর সিংয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement