Advertisement
Advertisement

Breaking News

Vicky Kaushal

জার্মানিতে একা ক্যাটরিনা, মুম্বইয়ে তৃপ্তিতে মজে ভিকি! স্ত্রীর মান ভাঙাতে কী করলেন?

ভিকি-তৃপ্তির রোমান্স দেখে 'তওবা তওবা' করছে নেটপাড়া।

Katrina Kaif looks radiant in new pic from Germany, Vicky Kaushal REACTS

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 10, 2024 8:00 pm
  • Updated:July 10, 2024 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরে ‘ব্যাড নিউজ’। জার্মানিতে একা ক্যাটরিনা কাইফ। এদিকে মুম্বইতে তৃপ্তি দিমরির সঙ্গে মাখো মাখো রসায়নে মজে ভিকি কৌশল! যদিও অনস্ক্রিন, তবুও ভিকি-তৃপ্তির রোমান্স দেখে ‘তওবা তওবা’ করছে নেটপাড়া।

আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তারকাদম্পতিরা জুটিতে হাজির হলেও ভিকি কৌশলের (Vicky Kaushal) পাশে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। অভিনেত্রী মাসখানেক ধরেই ক্যামেরার অন্তরালে থাকা পছন্দ করছেন। স্ত্রীয়ের গরহাজিরা নিয়ে আম্বানিদের রেড কার্পেটে কিন্তু পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকিকে। সরাসরি অভিনেতাকে তাঁরা জিজ্ঞেস করেছিলেন, ‘বউদি কোথায়?’ ভিকির উত্তর নিয়েও চর্চার অন্ত নেই নেটপাড়ায়। এসবের মাঝেই তৃপ্তি দিমরির (Triptii Dimri) সঙ্গে ভিকি কৌশলের ‘রোমান্স’ দেখে শোরগোল নেটপাড়ায়। ‘জানাম’ গানের ঝলক দেখে যেখানে সকলের ‘অ্যাড্রিনালিন রাশ’ চড়চড়িয়ে বেড়ে গিয়েছে। এমনকী বলিপাড়ার তারকারাও কমেন্ট সেকশনে মতামত জানিয়েছেন, সেখানে ক্যাটরিনা কিন্তু ‘স্পিকটি নট’! কমেন্ট সেকশনেও তাঁর কোনও উচ্চবাচ্য নেই।

Advertisement

এদিকে বুধবার জার্মান থেকেই প্রকৃতির মাঝে ছবি দিয়ে সকলকে ‘সুপ্রভাত’ জানিয়েছেন অভিনেত্রী। সিনেমার প্রোমোশনে ব্যস্ত ভিকি, তাই কি স্ত্রীয়ের সফরসঙ্গী হতে পারলেন না তিনি? সেই উত্তর অধরা থাকলেও স্ত্রীয়ের ছবি দেখে ভার্চুয়ালি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভিকি কৌশল। ক্যাটরিনার ছবির কমেন্ট সেকশনে নানা রঙের হৃদয় ইমোজি জুড়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন ভিকি।

[আরও পড়ুন: ‘হার্দিক-নাতাশার সম্পর্ক শেষ, বিচ্ছেদ পাকা’, হৃদয়ভাঙা খবর দিলেন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

প্রসঙ্গত, ‘জানাম’ গানের ঝলক দেখে নেটপাড়ার নীতিপুলিশেরা রে রে করে উঠেছিলেন। ভিকির সঙ্গে স্বল্পবসনা তৃপ্তিকে জলকেলিতে মত্ত দেখা গিয়েছে। যেমন শার্টলেস ভিকি, তেমনই নীল বিকিনিতে ঝড় তুলেছেন তৃপ্তি। তবে নজর কেড়েছে দুই তারকার রসায়ন! যা দেখে নেটপাড়ার ফোড়ন, ‘আমি হলে সহ্য করতাম না!’ কেউ বা আবার ক্যাটরিনাকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলেন, ‘বোন ক্যাটরিনা কী করে সহ্য করছেন আপনি?’ কারও বা আবার ভিকির উদ্দেশে প্রশ্ন, ‘ক্যাটরিনার ভয় নেই, বউ ধরে মারবে।’ নেটপাড়ার একাংশের আবার রসিকতা করেই মন্তব্য, ‘ক্যাটরিনা বোধহয় হুমকি দিয়েছেন, তুমি বাড়ি ফেরো, তারপর বলছি!…’। তবে সোশাল পাড়ায় ঝড় উঠলেও অভিনেত্রী ‘চুপ’।

[আরও পড়ুন: রণবীরের সামনেই অন্তঃসত্ত্বা দীপিকার পেটে হাত বোলাচ্ছেন ওরি, দেখে রেগে কাঁই নেটপাড়া!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement