Advertisement
Advertisement

Breaking News

শাহরুখ

ফের আনন্দ রাইয়ের ছবিতে শাহরুখ, নায়িকার ভূমিকায় কে?

জানেন, ছবির নাম কী?

Katrina Kaif and Shah Rukh Khan in Aanand Rai's upcoming film
Published by: Bishakha Pal
  • Posted:November 4, 2019 4:02 pm
  • Updated:November 4, 2019 9:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিরতির পর অভিনয় জগতে ফিরতে চলেছেন শাহরুখ খান। ‘জিরো’র পর আবারও আনন্দ এল রাইয়ের পরিচালনায় ক্যামেরার সামনে আসতে চলেছেন শাহরুখ। বিপরীতে সেই ক্যাটরিনা কাইফ। তবে ছবির নাম এখনও জানা যায়নি। এ নিয়ে শাহরুখ বা আনন্দ, কেউ মুখ খোলেননি। কিন্তু বলিউডে জোর গুঞ্জন, খুব শীঘ্রই ছবির কথা ঘোষণা করবেন আনন্দ। ছবিটি একটি কোরিয়ান ছবি অবলম্বনে তৈরি হয়েছে। কোরিয়ান ছবিটির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস কপ’। হিন্দিতে ছবির কী নাম হবে, তা এখনও জানা যায়নি। ছবিতে ক্যাটরিনা ও শাহরুখ, দু’জনকে পুলিশের ভূমিকায় দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

‘জিরো’র পর থেকে আর শাহরুখ খানকে একসঙ্গে দেখা যায়নি। গত বছর ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পায়। তারপর থেকে একাধিক ছবি নিয়ে কথা বলেও শেষ পর্যন্ত শিকে ছেঁড়েনি শাহরুখের। রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করার কথা ছিল বাদশার। কিন্তু সেটি শেষ পর্যন্ত হাতছাড়া হয়। তারপর রাজকুমার হিরানির একটি ছবিতেও শাহরুখ থাকবেন বলে শোনা গিয়েছিল। তাও এখন বিশ বাঁও জলে। ব্যাপার বুঝে কার্যত ড্যামেজ কট্রোলে নেমে পড়েন কিং খান। বলেন, একথা সত্যি যে তাঁর হাতে এখন কোনও ছবি নেই। সাধারণত একটি ছবি যখন শেষের দিকে চলে আসে তখন অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রীরা। তিনি নিজে একটি ছবি শেষ হওয়ার তিন-চার মাসের মধ্যে অন্য ছবির কাজ শুরু করে দিতেন এতদিন। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। কারণ, মন সায় দিচ্ছে না। এখন তিনি সিনেমা দেখেন, গান শোনেন, গল্পের বই পড়েন।

Advertisement

[ আরও পড়ুন: পরিচালকের আসনে বোমান ইরানি, চিত্রনাট্য নিয়ে কী বললেন অভিনেতা? ]

কিন্তু তাতে নিন্দুকদের মুখ বন্ধ করা যায়নি। শেষমেশ সৌভাগ্য বয়ে আনেন নিখিল দ্বিবেদী। কোয়েন্টিন ট্যারেন্টিনোর ‘কিল বিল’ ছবির স্বত্ব কিনেছেন তিনি। আর সেই ছবিতেই নাকি দেখা যাবে শাহরুখ খানকে। ছবিটি পরিচালনা করার কথা অনুরাগ কাশ্যপের। আর এবার আনন্দ রাইয়ের সঙ্গে সিনেমা। মনে হচ্ছে ফের দর্শকের মনে রাজত্ব করতে চলেছেন বাদশা। এখন অপেক্ষা শুধু সময়ের।

[ আরও পড়ুন: ‘হোয়াট ইজ দিস?’ অনুরাগীর ছোঁয়াতেই মেজাজ হারালেন রানু মণ্ডল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement