সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে লকডাইন হয়ে গিয়েছে প্রায় গোটা দেশ। কাজে যেতে বারণ করা হচ্ছে পরিচারিকাদেরও। ফলে বাড়ির যাবতীয় কাজ করতে হচ্ছে বাড়ির সদস্যদেরই। ঘর মোছা থেকে বাসন মাজা, বাদ নেই কোনও কিছুই। এমনকী সেলিব্রিটিরাও ব্যতিক্রম নন। ক্যাটরিনা কাইফ তো ইনস্টাগ্রামে বাসন মাজার একটি ভিডিও পোস্টই করে ফেলেছেন। রীতিমতো বাসন মাজার ক্লাস নিয়েছেন তিনি।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে এখন বাড়িতেই দিন কাটছে সেলিব্রিটিদের। যাঁরা বিদেশ থেকে ফিরছেন, তাঁরা সরাসরি চলে যাচ্ছেন হোম আইসোলেশনে। সেখানে একাই থাকছেন তাঁরা। ফলে ঘরের যাবতীয় কাজ করতে হচ্ছে তাঁদের। এমনকী বিদেশ না গিয়েও যাঁরা স্বেচ্ছায় নিজেদের গৃহবন্দি করেছেন, তাঁদের অবস্থাও তথৈবচ। কীভাবে দিন কাটছে তাঁদের? ক্যাটরিনা ইনস্টাগ্রামে তারই একটি ঝলক শেয়ার করেছেন। বাড়িতে এখন তাঁকেই বাসন বাজতে হচ্ছে। তখন ভিডিও শেয়ার করে জানিয়েছেন, বাড়ির পরিচারিকারাও এখন সেল্ফ আইসোলেশনে থাকছেন। তাই তিনি ও তাঁর বোন ইজি নিজেরাই বাসন মাজার দায়িত্ব নিয়েছেন। প্রথমে তিনি একটি একটি করে বাসন মেজে, ধুয়ে তাকে সাজিয়ে রাখছিলেন। তারপর একটা নতুন উপায় আবিষ্কার করেন। এতে জলের অপচয়ও হবে না। বেসিনের মধ্যেই তিনি সমস্ত বাসনগুলি ভিজিয়ে দেন। তারপর সেখান থেকে তুলে বাসনগুলি মেজে একটি পাশে সরিয়ে রাখেন। তারপর সবক’টি ধুয়ে তাকে তুলে রাখেন।
View this post on Instagram
+
=
really makes u appreciate all the help we have at home #socialdistancing #staysafe #helpoutathome
তবে শুধু ক্যাটরিনাই নয়, কার্তিক আরিয়ানও বাসন মাজার ভিডিও শেয়ার করেছেন। তাঁর বোন ভিডিওটি করেছেন। অবশ্য ক্যাটরিনার মতো বাসন মাজার ক্লাস তিনি করাননি। তিনি শুধু বাসন ভিডিও শেয়ার করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.