Advertisement
Advertisement
সারা আলি খান

মুসলিম হয়েও কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো, হিন্দুত্ববাদীদের রোষের মুখে সারা আলি খান

কে অনুমতি দিল? প্রশ্ন তুলল কাশী বিকাশ সমিতিতে।

Kashi Vikash Samiti lashes out at actress Sara Ali Khan
Published by: Sandipta Bhanja
  • Posted:March 18, 2020 7:10 pm
  • Updated:March 18, 2020 7:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলমান হয়েও কীভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করলেন সারা আলি খান? প্রশ্ন তুলে জোর বিতর্ক শুরু হল কাশী বিকাশ সমিতিতে। বারানসীর বিশ্বনাথ মন্দিরে যেখানে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ, সেখানে কে অনুমতি দিল নবাবকন্যাকে মন্দিরে প্রবেশ করার? প্রশ্ন তুলেছে সমিতির একাংশ।

কাশী বিকাশ সমিতির অভিযোগ, বিশ্বনাথ মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য ও নিমানুবর্তিতাকে তোয়াক্কা না করেই সারা আলি খানকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যা ঘোরতর অপরাধ। অন্যান্য অহিন্দুদের জন্য যে নিয়মটা দীর্ঘকাল যাবৎ লাগু রয়েছে, অভিনেত্রীর ক্ষেত্রে তার অন্যথা কেন হবে? সেই প্রশ্নও তোলেন কাশী বিকাশ সমিতির একাংশ। পাশাপাশি তাঁরা এও অভিযোগ তোলে  যে, বিশ্বনাথ মন্দিরেরই কিছু অসাধু পুরোহিত রয়েছেন, যারা মোটা অঙ্কের বিনিময়ে অহিন্দুদের মন্দিরে প্রবেশ করার সুযোগ করিয়ে দেন। তারাই নবাবকন্যা সারা আলি খানের মন্দিরে প্রবেশ করার নেপথ্যে রয়েছেন, নাকি অন্য কেউ এই বিষয়ের সঙ্গে জড়িত? সেই বিষয়ের তদন্ত করারও আরজি জানিয়েছে ওই সমিতি।

Advertisement

[আরও পড়ুন: করোনা আতঙ্ক: অস্ট্রেলিয়া থেকে ফিরেই কলকাতার ভীড়ে! নেটিজেনদের রোষানলে অঞ্জন দত্ত ]

প্রসঙ্গত, সারা আলি খান এই মুহূর্তে বারানসীতে ‘আতরঙ্গী রে’ ছবির শুটিংয়ের জন্য রয়েছেন। আর সেই সুযোগেই মা অমৃতা সিংকে নিয়ে শুটিংয়ের ফাঁকে পুজো দিয়ে আসলেন কাশী বিশ্বনাথ মন্দিরে। মন দিয়ে গঙ্গা আরতি দেখলেন। মন্ত্রপাঠ শুনলেন। কপালে সাদা চন্দনের তিলক কাটা। সালোয়ার পরে একেবারে অন্য মুডে দেখা গেল বলিউড অভিনেত্রীকে। এর আগেও অবশ্য গণেশ চতুর্থীর আমেজে মেতে গণপতির সঙ্গে ছবি শেয়ার করে হিন্দুত্ববাদীদের কটাক্ষের শিকার হয়েছিলেন। মুসলিম হয়ে কেন হিন্দু দেবতার পুজো করবেন?  এই প্রশ্ন বাণেই সারাকে বিঁধেছিলেন নেটিজেনদের একাংশ। এবারও সেরকম ঘটনারই পুনরাবৃত্তি হল! তবে প্রেক্ষাপট কাশী বিশ্বানাথ মন্দির।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Namaste Darshako 🙏🏻 Banaras ki galliyo se… oh what a lovely day 💁🏻‍♀️ So much fun- such little you pay 💰 If only in Varanasi one could stay 🤔

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

[আরও পড়ুন: করোনা আতঙ্ক: জুনিয়র টেকনিশিয়ানদের জন্য ত্রাণ তহবিল গঠন প্রোডিউসার্স গিল্ড ইন্ডিয়ার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement