Advertisement
Advertisement
পতি পত্নী অউর উয়ো

কমেডির মোড়কে ত্রিকোণ প্রেমের সমীকরণ দেখাল ‘পতি পত্নী অউর উয়ো’র ট্রেলার

দেখুন ছবির ট্রেলার।

Kartik Aaryan's movie Pati Patni Aur Woh trailer launched
Published by: Bishakha Pal
  • Posted:November 4, 2019 7:40 pm
  • Updated:November 6, 2019 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে দুই মহিলার সঙ্গে প্রেম করতে হলে যে কী ঝক্কিই না পোহাতে হয়, তা হাড়ে হাড়ে বোঝে অভিনব ওরফে চিন্টু ত্যাগি। তার গল্প নিয়েই তৈরি হয়েছে ‘পতি পত্নী অউর উয়ো’। স্ত্রী আর গার্লফ্রেন্ডের মাঝে ফেঁসে অভিনবের কী হয়, তার বিস্তারিত গল্পের জন্য অবশ্য ৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ট্রেলারেই পরিচালক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে আভাস দিয়েছেন।

ছবির গল্প অভিনবকে নিয়ে। ছোট থেকেই সহজ-সরল তাঁর জীবন। বাবা-মায়ের কথামতো পড়াশোনা, তারপর চাকরি আর তারও পরে বিয়েটা সে সেরে ফেলেছে। স্ত্রী ভেদিকাকে সে ভালবাসে। আর ভালবাসবে নাই বা কেন? এ তো আর ঘোমটা টানা লাজুক স্ত্রী নয়, রীতিমতো আধুনিকা। তার হবি জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় ‘সেক্স’। যেমন সে বুদ্ধিমতী, তেমনই রূপে। কিন্তু তাও চিন্টুর মন অন্যদিকে টলে। স্ত্রীকে সে ভালবাসে না, তা নয়। কিন্তু সহকর্মী তপস্যাকেও সে ভালবাসে। প্রথম দেখাতেই চিন্টুর মন কেড়ে নিয়েছে তপস্যা। সে চিন্টুর ‘ফ্যান্টাসি’। ডিস্কোয় যাওয়া অতিআধুনিকা তপস্যারও অপছন্দ নয় চিন্টুকে। কিন্তু তপস্যা চিন্টুর বিয়ের কথা জেনে ফেলে। কিন্তু চিন্টুর তো ভেদিকাকেও চাই আবার তপস্যাকেও। তাই তপস্যাকে সে বলে তার স্ত্রীয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে। তপস্যার সিমপ্যাথি তো সে পেয়ে গেল, কিন্তু ভেদিকা যে চিন্টুর সম্পর্কের কথা জেনে গিয়েছে, তার কী হবে? এই নিয়েই ‘পতি পত্নী অউর উয়ো’র গল্প।

Advertisement

pati patni aur woh

[ আরও পড়ুন: দিল্লিতে মাস্ক পরে শুটিং প্রিয়াঙ্কার, দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ অর্জুন রামপালের ]

১৯৭৮ সালের ‘পতি পত্নী অউর উয়ো’ ছবিটি মুক্তি পেয়েছিল। এখানে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার, বিদ্যা সিনহা ও রঞ্জিতা কউর। সেই ছবিটিকেই এ যুগের মতো করে বানিয়েছেন পরিচালক মুদ্দাসর আজিজ। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকড় ও অনন্যা পাণ্ডে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, রেনু রবি চোপড়া ও কৃষণ কুমার। ৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

[ আরও পড়ুন: ফের ডি-গ্ল্যাম লুকে শুভশ্রী, ‘ধর্মযুদ্ধ’-এর বাকি চরিত্রদের সঙ্গেও পরিচয় করালেন রাজ ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement