সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! সারা বিশ্ব যেখানে ভুলভুলাইয়া ৩ দেখে ফেলল। সেখানে নিজের নায়ক ছেলের সিনেমাই দেখতে পেলেন না মা! হ্য়াঁ, এমনই কাণ্ড ঘটেছে কার্তিক আরিয়ানের মা মালা তিওয়ারির সঙ্গে। সিনেমার টিকিট কাটার অ্যাপ বুক মাই শোয়ে ঢুকে একটিও টিকিট পেলেন না কার্তিকের মা। তবে এই ঘটনায় কিন্তু একটুও দুঃখ পাননি তিনি। বরং উলটে, বেজায় খুশি তিনি। কেননা, ছেলের এত ক্রেজ এবং ছবির সাফল্যই তাঁর কাছে গর্বের ব্যাপার। সোশাল মিডিয়ায় মায়ের ভিডিও শেয়ার করেই এই খবর জানালেন ‘ভুলভুলাইয়া’র রুহ বাবা।
বিদ্যা ও মাধুরী, সঙ্গে কার্তিক আরিয়ানের জুটিতে বাজিমাত। উৎসবের মরশুমে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া ৩’ বাজার কাঁপাচ্ছে। হিসাব বলছে, ‘সিংহম এগেইন’কে টেক্কা দিয়ে প্রথম সপ্তাহেই নাকি ১০০ কোটির ক্লাবে ছবিটি। শুধু রবিবারই ছবিটি আয় করেছে ৩৩.৫ কোটি টাকা। তার আগের দিন শনিবার ৩৭ কোটি টাকা আয় করেছে ছবিটি। সুতরাং, বক্স অফিসের হিসাব অনুযায়ী, ছবি বেশ ভালোই মন ছুঁয়েছে দর্শকদের।
View this post on Instagram
ঠিক ১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুলভুলাইয়া’। যা কিনা সাইকোলজিক্যাল থ্রিলারের ঘরানাকে মেনেই তৈরি করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। হঠাৎ করেই ২ বছর আগে পরিচালক অনীশ বাজমি ‘ভুলভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি। ‘ভুলভুলাইয়া ৩’র গল্প, দুই বোন মঞ্জুলিকা-অঞ্জুলিকা, ভাই দেবেন্দ্রকুমার এবং রাজ সিংহাসন দখলের। মঞ্জুলিকা-অঞ্জুলিকা একাধারে যোদ্ধা ও দুরন্ত নৃত্যশিল্পী। কিন্তু তবুও রাজ সিংহাসন জোটে রাজকুমার দেবেন্দ্রর কপালে। ব্যস, হিংসার আগুন। বদলা। ক্ষমতার লড়াই। আর সঙ্গে পরিচালক টেনে আনেন, ভয়ের ছবির পুরনো ফর্মুলা পুর্নজন্মকে। যেখানে মঞ্জুলিকা-অঞ্জুলিকা হয়ে ওঠেন মন্দিরা (মাধুরী দীক্ষিত) এবং মলিকা (বিদ্যা বালান)।
একই ছবিতে মাধুরী এবং বিদ্যার উপস্থিতিতেই ‘ভুল ভুলাইয়া ৩’ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকদের মধ্যে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখতে উৎসুক ছিলেন দর্শকরা। মুক্তির আগে থেকে হু হু করে টিকিট বুকিং শুরু হয়। মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিক্রি হয় ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট। বক্স অফিসের হিসেবেই পরিষ্কার ছিল, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। আর প্রথম সপ্তাহেই সেই অঙ্ক ১০০ কোটির ক্লাবে পৌঁছল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.