Advertisement
Advertisement

Breaking News

কার্তিক আরিয়ান

সচেতনতা প্রচারে কার্তিকের ‘কুকি পুছেগা’, করোনা যোদ্ধাদের নিয়ে এই শো ইতিমধ্যেই হিট!

শোয়ে করোনা নিয়ে বাজার-চলতি 'মিথ' ভাঙলেন চিকিৎসক। দেখে নিন পুরো ভিডিও।

Kartik Aaryan's Koki Poochega chat show creates lot of buzz
Published by: Sandipta Bhanja
  • Posted:April 16, 2020 1:37 pm
  • Updated:April 16, 2020 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে গৃহবন্দি তারকারা বাড়িতেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। কেউ পরিবারের জন্য হেঁশেলে সাধের পদ রান্না করছেন, তো আবার কেউ বা নিজের শখচর্চায় ব্যস্ত। অনেকেই করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী-সহ রাজ্যের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করেছেন। কেউ বা নিজের হোটেলের দরজা খুলে দিয়েছেন স্বাস্থ্যকর্মীদের জন্য আবার কোনও তারকা এই সংকটকালীন পরিস্থিতিতে দুস্থদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। তবে সবটাই সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে। আর কোয়ারেন্টাইনে তারকাদের এহেন নানা কর্মকাণ্ডে মজেছেন নেটিজেনরাও। অভিনেতা কার্তিক আরিয়ানও এক অভিনব পন্থা অবলম্বন করে করোনা মোকাবিলায় সচেতনতা প্রচারে নেমেছেন। COVID-19 যুদ্ধে জয়ী কিংবা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সাক্ষাৎকার নিয়ে নিজের ভিডিও চ্যাট শোয়ের মাধ্যমেই সচেতনতার প্রচারে নেমেছেন অভিনেতা।

কার্তিকের ‘কুকি পুছেগা’ উদ্যোগ ইতিমধ্যেই মন জিতে নিয়েছে নেটিজেনদের একাংশের। তাঁর ইউটিউব চ্যানেলের নতুন সিরিজ। লকডাউন পিরিয়ডে অনুরাগীরা যখন একঘেয়ে হয়ে গিয়েছেন টেলিভিশনে ধারাবাহিকের পুরনো পর্ব দেখতে দেখতে, তখন কার্তিকের এই শো যে নিঃসন্দেহে অভিনব, তা বলাই যায়। প্রথমত, ফ্রেশ কন্টেন্ট এবং দ্বিতীয়ত, এই শোয়ের মাধ্যমে দর্শকদের বিনোদিত করার মাঝেই সচেতনতা প্রচারটাও সেরে ফেলা যাবে। নোভেল করোনা ভাইরাস নিয়ে এযাবৎকাল অনেক ‘মিথ’ই তৈরি হয়েছে মানুষের মনে। ‘কুকি পুছেগা’ শোয়ে সেসব নিয়েও কার্তিক কথা বলছেন কখনও করোনা যুদ্ধে জয়ী ব্যক্তির সঙ্গে তো আবার কখনও বা তাঁকে দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সেবায় উদয়াস্ত কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলতে। দাদার এই প্রয়াসে ধন্যবাদ জানিয়ে এক আবেগঘন পোস্ট লিখেছেন কার্তিকের বোন কৃতীকা।

Advertisement

[আরও পড়ুন: করোনা মোকাবিলায় আক্রমণের শিকার স্বাস্থ্যকর্মী-পুলিশরা, তীব্র প্রতিবাদ জানালেন সলমন খান]

‘কুকি পুছেগা’র দ্বিতীয় পর্ব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণ এই পর্বে কার্তিক কথা বলেছেন ডক্টর মীমাংসা বুচের সঙ্গে, যিনি কিনা আহমেদাবাদের এসভিপি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যস্ত। শুধু তাই নয়, তাঁর চিকিৎসাগুণে জনা কয়েক আজ COVID-19 মুক্ত এবং পুরোপুরি সুস্থ। এমন কঠিন পরিস্থিতিতে লকডাউন মানা কতটা জরুরি এবং প্রাথমিক পর্যায়ে করোনা সংক্রামিত ব্যক্তির কী ধরনের উপসর্গ থাকতে পারে, পাশাপাশি ভবিষ্যতে ভ্যাকসিনের সম্ভাবনা নিয়েও কথা বলেন। তবে উল্লেখ্য, করোনা রুখতে উষ্ণ আবহাওয়া, কিংবা অ্যালকোহল পান করার মতো বহু ‘মিথ’কেই উড়িয়ে দিলেন চিকিৎসক মীমাংসা।   

শোয়ে কার্তিকের সঙ্গে কথোপকথনে করোনা নিয়ে কী বললেন চিকিৎসক? দেখে নিন।  

[আরও পড়ুন: ইন্ডাস্ট্রির নিম্নবিত্ত ফটোগ্রাফারদের পাশে হৃতিক, CINTAA’র তহবিলেও ২৫ লক্ষ অনুদান অভিনেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement