Advertisement
Advertisement
Kartik Aaryan

হাঁটু গেড়ে বসে কার্তিককে প্রেমের কবিতা শোনালেন অনুরাগী, লজ্জায় লাল নায়ক! ভিডিও ভাইরাল

দিওয়ালিতে মুক্তি পাবে কার্তিকের 'ভুলভুলাইয়া ৩'।

Kartik Aaryan Turns Red As Fan Proposes With Touching Poem
Published by: Akash Misra
  • Posted:October 14, 2024 7:52 pm
  • Updated:October 14, 2024 11:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর এক হাসিতে কাবু মেয়েদের মন। তাঁর চাউনিতে অনেকে প্রেমে পড়ে যান। অভিনেতা কার্তিক আরিয়ানের ম্যাজিক এমনই। এবার সেই ম্যাজিকেই বুঁদ হয়ে এক অনুরাগী হাঁটু গেড়ে বসে পড়লেন নায়কের সামনে। পড়ে শোনালেন এক প্রেমের কবিতা। মহিলা ভক্তর মুখে এমন প্রেমমাখা কথা শুনে আপ্লুত কার্তিক। সেই ভিডিওই ভাইরাল এখন সোশাল মিডিয়ায়।

কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। তবে এই ছবিতে প্রশংসিত হয়েছিল কার্তিকের অভিনয়। কার্তিকের হাতে এখন শুধুই ‘ভুলভুলাইয়া ৩’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। বক্স অফিসে ফের ‘ভুলভুলাইয়া’ যে হইচই ফেলে দেবে, তার ইঙ্গিত রয়েছে ঝলকে।

Advertisement

কবীর খানের পরিচালনায় ‘চন্দু চ্যাম্পিয়ন’ (Chandu Champion) ছবিতে অভিনয় করেছেন কার্তিক। ছবির প্রথম ঝলকেই চমকে দিয়েছিলেন অভিনেতা। চকোলেট বয়ের খোলস ছেড়ে পেশিবহুল চেহারায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। প্রাক্তন সেনাবাহিনীর সদস্য তথা অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে নতুন এই ছবি। প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন মুরলীকান্ত।

কয়েক মাস আগে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ের জন্যও কলকাতায় এসেছিলেন কার্তিক। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া’। তার সিক্যুয়েল অর্থাৎ ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে প্রথমবার রুহান ওরফে ‘রুহ বাবা’র চরিত্রে দেখা যায় কার্তিককে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement