সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমুখ দাড়ি। রেখেছেন গোঁফও। পরনে কালো ট্র্যাকস্যুট। ভিতর থেকে উঁকি দিচ্ছে সাদা টিশার্ট। চোখে রোদচশমা। মাথায় বিনি ক্যাপ। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে নতুন লুকে কার্তিক আরিয়ানকে দেখে পাপারাজ্জিমহলে শোরগোল! স্বাভাবিকভাবেই কৌতূহল শুরু হয়েছে, ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে নায়ক চললেন কোথায়? কানাঘুষো শোনা গেল, অনুরাগ বসুর নতুন ছবির শুটিংয়ের জন্য এদিন মুম্বই থেকে ডুয়ার্সের উদ্দেশে রওনা হয়েছেন কার্তিক (Kartik Aaryan)।
এদিকে ফটোশিকারিদের সুবাদে কার্তিক আরিয়ানের নতুন লুক ভাইরাল হতেই অভিনেতাকে ‘পাগলপ্রেমী’ আখ্যা দিলেন অনুরাগীরা। তাঁদের মন্তব্য, ‘আশিকি’ সিক্যুয়েলের জন্য একেবারে যথাযথ লুক। জানা গেল, অনুরাগ বসুর রোম্যান্টিক সিনেমার জন্য নাকি মাসখানেক ধরেই গোঁফ-দাড়ি রাখা শুরু করেছেন অভিনেতা। সেই লুক যে অনুরাগীদের বেশ মনে ধরেছে, মঙ্গলবার ভিডিও প্রকাশ্যে আসার পরই চর্চা দেখে বেশ বোঝা গেল। এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন ‘পুষ্পা ২’র ‘কিশিক’ খ্যাত শ্রীলীলা। যে দক্ষিণী সুন্দরীর সঙ্গে বর্তমানে কার্তিকের প্রেমের গুঞ্জনে সরগরম বলিপাড়া। বলিউড মাধ্যম সূত্রে খবর, চলতি বছর কালীপুজোর মরশুমেই মুক্তি পাবে অনুরাগ বসুর ‘আশিকি ৩’। সম্প্রতি কার্তিক-শ্রীলীলার লুক ‘আশিকি’ লুকও বেশ প্রশংসিত হয়েছে। যদিও নির্মাতারা সিনেমার নাম এখনও ঘোষণা করেননি।
View this post on Instagram
‘আশিকি টু’তে আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর জুটি বেশ সুপারহিট হয়েছিল। এবার সিক্যুয়েলের পালা। অনেকদিন ধরেই ‘আশিকি থ্রি’ সিনেমার কথা শোনা যাচ্ছিল বলিউডের অন্দরে। অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু হবে হবে করেও সিনেমার শুটিং শুরু হচ্ছিল না। এবার সেই অনিশ্চয়তা শেষ। পরিচালক অনুরাগ বসু মার্চ মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা ঘোষণা করেছিলেন। প্রতিশ্রুতি মাফিক পরিচালক দিন সাতেক আগেই রেইকি করতে পৌঁছে গিয়েছেন ডুয়ার্সে। জানা গেল, সিকিম, দার্জিলিং-সহ ডুয়ার্সের একাধিক জায়গায় ‘আশিকি ৩’ ছবির শুটিং করবেন অনুরাগ বসু এবং কার্তিক আরিয়ান। সোমবার চালসার অনতিদূরেই টিয়াবনের জঙ্গলে দেখা গেল সদলবলে ক্যামেরায় চোখ রেখে লোকশন পরখ করছেন পরিচালক। এদিকে বলিউড সিনেমার শুটিং হওয়ার কথা শুনে স্থানীয়রা বেশ উচ্ছ্বসিত। আশায় দিন গুনছিলেন, কবে কার্তিক আরিয়ান আসবেন শুটিং করতে? এবার সম্ভবত তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে ‘আশিকি ৩’ ছবির জন্য নতুন লুকে দেখা গেল কার্তিককে। বলিউড মাধ্যম সূত্রে খবর, অনুরাগ বসুর পরিচালনায় নতুন সিনেমার শুটিং করতে যাচ্ছেন বলিউড অভিনেতা।
View this post on Instagram
রবিবার সন্ধেয় উপর চালসার এক পাঁচতারা হোটেলে মাটিয়ালি পঞ্চায়েতের তরফে বলিউড পরিচালক অনুরাগ বসুকে সংবর্ধনা জানানো হয়। কোনওরকম তারকাসুলভ হাবভাব নেই। সাদামাটাভাবেই আলাপচারিতা সারেন অনুরাগ। এই অবশ্য প্রথম নয়, উত্তরবঙ্গের আটঘাঁট তাঁর ভালোই জানা। এর আগে রণবীর কাপুরকে নিয়ে ‘বরফি’ ছবির শুটিং করেছিলেন দার্জিলিঙে। এবার কার্তিক আরিয়ানের সঙ্গে ‘আশিকি ৩’ ছবির পালা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.