Advertisement
Advertisement

Breaking News

Kartik Aaryan-Kolkata

কলকাতায় পা রেখে কী দেখে মুগ্ধ হলেন কার্তিক আরিয়ান? নিজেই শেয়ার করলেন ভিডিও

‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিং করতে শহরে এসেছেন বলিউড তারকা।

Kartik Aaryan shared this video and picture of Kolkata

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Suparna Majumder
  • Posted:April 9, 2024 9:53 am
  • Updated:April 9, 2024 11:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা শহরের আনাচ-কানাচে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং করবেন। তাই তো সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে যান কার্তিক আরিয়ান। শহরে পা রেখেই একটি জিনিস দেখে মুগ্ধ হলেন বলিউড তারকা। রাস্তায় যেতে যেতেই আবার তা করে ফেললেন ক্যামেরাবন্দি। সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিডিও।

Kartik-Kolkata-2
ছবি: ইনস্টাগ্রাম

কলকাতা এখন বলিউডময়। একদিকে কাজল তাঁর নতুন ছবি ‘মা’-এর শুটিং করলেন, অন্যদিকে কার্তিকের পাখির চোখ ‘ভুলভুলাইয়া ৩’। সোমবার বিমানবন্দর থেকে বেরিয়েই কার্তিকের চোখে পড়ে লেকটাউনের বড় ঘড়ি। এমন ঘড়ি লন্ডনে নিশ্চয়ই দেখেছেন অভিনেতা। তবে কলকাতার বিগ বেন তাঁকে মুগ্ধ করেছে। তাই তো সেই ভিডিও ইনস্টা স্টোরিতে শেয়ার করে কলকাতায় আসার বার্তা দিয়েছেন। আবার শহরের অভিজাত রেস্তরাঁয় পেটপুজো করার ছবিও শেয়ার করেছেন নায়ক।

Advertisement

Kartik-Insta-Story-3

[আরও পড়ুন: রজনীকান্তের মেয়ের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য শেষ! ডিভোর্স চেয়ে আদালতে ধনুষ? ]

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির কথা উঠলে, মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। বলা ভালো বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। সেখানে অভিনয় করেছিলেন তাব্বু।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে বিদ্যা বালনের চরিত্রকে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক। আবার মাধুরী দীক্ষিতকেও নাকি দেখা যাবে। কার্তিকের বিপরীতে ছবিতে অভিনয় করছেন তৃপ্তী দিমরি। এঁদের কাউকে কী নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যাবে? উত্তর খুব শিগগিরিই মিলবে।

[আরও পড়ুন: পোলাও-মাংস থেকে নাচোস ঘুগনি, সেজওয়ান ফুচকার ফিউশন পাবেন এই পয়লা বৈশাখে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement