Advertisement
Advertisement

Breaking News

Satya Prem Ki Katha Trailer

‘ভার্জিন’ কার্তিক হলেন বিয়ে পাগল, কী করবেন কিয়ারা? দেখুন ‘সত্য প্রেম কি কথা’র ট্রেলার

২৯ জুন মুক্তি পাবে নতুন এই ছবি।

Kartik Aaryan, Kiara Advani starrer Satya Prem Ki Katha movie trailer is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 5, 2023 2:11 pm
  • Updated:June 5, 2023 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। বাস্তবে নয় ‘সত্য প্রেম কি কথা’ সিনেমায়। এই ছবিতেই কিয়ারা আডবাণীর (Kiara Advani) প্রেমে পড়েছেন তারকা। হয়ে উঠেছেন বিয়ে পাগল। সমীর বিদ্যাংশ পরিচালিত ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশিত হল ট্রেলার।

Satya-Prem-Ki-Katha-2

Advertisement

ছবিতে সত্যপ্রেমের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। কিয়ারা হয়েছেন কথা কিষান কাপাডিয়া। গুজরাটি পরিবারের ছেলে সত্যপ্রেম বিয়ে করার স্বপ্ন দেখে। কিন্তু পাত্রী কিছুতেই পায় না। এমন পরিস্থিতিতেই তাঁর জীবনে আসে কথা। প্রথম দেখাতেই কথার প্রেমে পড়ে যায় সত্যপ্রেম। কিন্তু এই প্রেমের জন্য তাঁকে কী মূল্য দিতে হবে? এই প্রশ্নেরই উত্তর মিলবে ‘সত্য প্রেম কি কথা’য় (Satya Prem Ki Katha)।

[আরও পড়ুন: ‘শাহরুখের সঙ্গে অভিনয়ের জন্য ১ টাকা নিয়েছি’, মন্তব্য করে কটাক্ষের মুখে পাক অভিনেতা]

এর আগে ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছিল কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানের জুটি। সেই পুরনো ম্যাজিককে ফিরছে রোম্যান্টিক এই মিউজিক্যালে। ছবিতে কার্তিকের মা ও বাবার চরিত্রে অভিনয় করেছেন গজরাজ রাও ও সুপ্রিয়া পাঠক। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব, শিখা তালসানিয়া।

Satya-Prem-Ki-Katha-1

গত বছরের সেপ্টেম্বর মাসে ছবির শুটিং শুরু হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয় কাজ। গুজরাটের পাশাপাশি কাশ্মীরেও হয়েছে ‘সত্য প্রেম কি কথা’র শুটিং। প্রথমে মে মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এখন মুক্তির তারিখ ২৯ জুন।

[আরও পড়ুন: আর লুকোছাপা নয়, খুল্লমখুল্লা প্রেম! অমিতাভের নাতনি নভ্যার সঙ্গে ক্যামেরাবন্দি সিদ্ধান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement