সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুয়ার্স, দার্জিলিং, গ্যাংটকের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দিনকয়েক ধরে শুটিং চলছে। পরিচালক অনুরাগ বসুর ‘আশিকি ৩’ টিম আপাতত চূড়ান্ত ব্যস্ত। এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করছেন ‘পুষ্পা ২’র ‘কিশিক’ খ্যাত শ্রীলীলা। যে দক্ষিণী সুন্দরীর সঙ্গে বর্তমানে কার্তিকের প্রেমের গুঞ্জনে সরগরম বলিপাড়া। ছবিতে ‘রাফ অ্যান্ড টাফ’ লুক কার্তিকের। ‘পাগলপ্রেমী’ অবতারে ধরা দেবেন বলিউড সুপারস্টার। তারই মাঝে আচমকা ধর্মে মতি কার্তিক আরিয়ানের! বৌদ্ধ সন্ন্যাসীর শরণে অভিনেতা। সে ছবি সোশাল মিডিয়ায় নিজেই শেয়ার করেন।
ওই ছবিগুলিতে দেখা গিয়েছে বেশ কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে বসে রয়েছেন অভিনেতা। তাঁরা একসঙ্গে হাসছেন। কথা বলছেন। সকলের সঙ্গে তোলা ছবিও শেয়ার করেছেন কার্তিক। ক্যাপশনে তিনি বলেন, ‘অ্যানুয়াল বাবা কনফারেন্স।’ যার বাংলা তর্জমা করলে হয়, ‘বার্ষিক সন্ন্যাসীদের বৈঠক’। ক্যাপশনের একেবারে শেষে একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অভিনেতা।
View this post on Instagram
আবার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। যেখানে রাস্তায় ভিড়ের মাঝে কখনও নাচতে দেখাতে গিয়েছে। আবার কোনও ভিডিওতে অনুরাগীদের চিৎকার করতে দেখা গিয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, “এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। কোনওদিন ভুলব না।”
এর আগে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের আমন্ত্রণে কার্তিক-শ্রীলীলাকে নিয়ে তাঁর মিন্টোকগ্যাংয়ের বাড়িতে যান অনুরাগ বসু। বলিউড তারকাদের আপ্যায়ণে কোনওরকম খামতি রাখেননি প্রেম তামাং। সাদা উত্তরীয় পরিয়ে বাড়িতে স্বাগত জানান। যা কিনা সিকিমের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বাহক। বিশেষ উপহার হিসেবে অনুরাগ বসু, কার্তিক আরিয়ান এবং শ্রীলীলার হাতে তুলে দেন গৌতম বুদ্ধের মূর্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.