ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) বর্তমানে তাঁর নতুন স্পোটর্স ড্রামা ‘চন্দু চ্যাম্পিয়ান’ নিয়ে বেজায় ব্যস্ত। সাধারণতন্ত্র দিবসেই সেই ছবির লুক শেয়ার করেছিলেন। আপাতত ‘চন্দু চ্যাম্পিয়ান’-এর শুটিং করছেন তিনি। তার ফাঁকেই রবিবার গুজরাটের গান্ধীনগরে পৌঁছে গেলেন ফিল্মফেয়ার অনুষ্ঠানে যোগ দিতে। আর সেখানে কার্তিক আরিয়ানকে কাছে পেয়ে ভক্তদের এমন অবস্থা যে নিরাপত্তাবলয়কে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে ব্যারিকেড ভেঙে আছড়ে পড়লেন তাঁর গায়ে!
রবিবাসরীয় সন্ধেয় ফিল্মফেয়ারের মজলিশ যখন জমে উঠেছে, তখনই ঘটল এক দুর্ঘটনা! কার্তিককে দেখে ভক্তদের উচ্ছ্বাস যেন বাঁধ মানতে চাইল না। বহু অপেক্ষার পর যখন বলিউড তারকার দর্শন পেলেন তাঁদের উন্মাদনা যেন তুঙ্গে উঠেছিল। কোনও কিছুর তোয়াক্কা না করে ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে পড়লেন সব। মাত্র দু হাত দূরে দাঁড়িয়ে তখন কার্তিক যেন কিংকর্তব্যবিমূঢ়! কী করবেন, বুঝতে পারছেন না। আর সেই মুহূর্তের ভিডিওই ভাইরাল বর্তমানে নেটপাড়ায়।
ভিডিও দেখেই কার্তিক আরিয়ানের অনুরাগীরা তাঁর জন্য উদ্বিগ্ন। সেই ঘটনার পর কেমন আছেন অভিনেতা? জানা গিয়েছে, ‘চন্দু চ্যাম্পিয়ান’-এর কিছু হয়নি। তিনি ঠিকই রয়েছেন। বরং উন্মত্ত ভক্তদের ঠান্ডা মাথায় সামাল দিলেন তিনি এই ঘটনার পর।
View this post on Instagram
রবিবারই খবর পাওয়া গিয়েছিল যে, পথ দুর্ঘটনায় আহত দেহরক্ষীর জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলেন কার্তিক আরিয়ান। এমনকী চিকিৎসার খরচও নাকি তিনি নিজেই বহন করেছেন। রোজ একবার করে হাসপাতালে দেখাও করতে গিয়েছেন কার্তিক আরিয়ান। দেহরক্ষীর যাতে কোনওরকম অসুবিধে না হয়, সেদিকে কড়া নজর ছিল তাঁর। কার্তিকের এহেন মানবিকতায় মুগ্ধ ঘনিষ্ঠরা। গ্ল্যামারদুনিয়ার বাইরে গিয়েও তিনি যে সহৃদয় একজন মানুষ, প্রয়োজনে সকলের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, এটা আরও একবার প্রমাণ করেছেন অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.