Advertisement
Advertisement

Breaking News

Kartik Aaryan

বাড়িতে ৩ কোটির ল্যাম্বরগিনি, বিমানের ইকোনমি ক্লাসে কার্তিক! ছবি হিট করানোর ফর্মূলা?

বিমানে বসতে গিয়ে ধাক্কাধাক্কিও খেতে গেল অভিনেতাকে। দেখুন কাণ্ড!

Kartik Aaryan has to squeeze to reach his seat as he travels economy | Sangbad pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 26, 2023 4:39 pm
  • Updated:June 26, 2023 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে রয়েছে ৩ কোটির বিলাসবহুল গাড়ি ল্যাম্বরগিনি। যে গাড়ির বনেটের ওপর ফুটপাত থেকে কেনা চাউমিন খেয়ে ভাইরাল কাণ্ড বাঁধিয়েছিলেন কার্তিক। এবার বিমানের ইকোনমি ক্লাসে সফর করতে গিয়ে আমজনতাদের মাঝে পড়ে ধাক্কাধাকি অবধি খেতে হল কার্তিক আরিয়ানকে। যে ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠল- ছবি হিট করানোর ফর্মূলা?

হাতে আর মাত্র কয়েকটা দিন। ২৯ জুন রিলিজ করবে কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘সত্য প্রেম কি কথা’। যেখানে কার্তিকের নায়িকা কিয়ারা আডবানি। সেই ছবির রিলিজ ঘনিয়ে আসতেই বিমানের ইকোনমি ক্লাসে দেখা গেল অভিনেতাকে। আর বলিউড অভিনেতাকে কাছ থেকে পেয়ে ক্যামেরাবন্দি করার সুযোগও হাতছাড়া করেননি প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

[আরও পড়ুন: হোয়াইট হাউসে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে মোদিকে স্বাগত, মুম্বইয়ে বসে ‘চিয়ারলিডার’ শাহরুখ]

ভাইরাল ভিডিওতে দেখা গেল, পরনে নীল শার্ট, জিন্স। বিমানের ইকোনমি ক্লাসে নিজের সিট খুঁজতে গিয়ে হয়রান হতে হচ্ছে কার্তিক আরিয়ানকে। পরে মুম্বই বিমানবন্দরে নেমে পাপ্পারাজিদের ক্যামেরার সামনে পোজও দিতে দেখা যায় অভিনেতাকে। তবে কার্তিকের এই আম- বিমান সফরে কিন্তু দ্বিধাবিভক্ত নেটপাড়া। কেউ কেউ যখন অভিনেতার সাদামাটা জীবনযাপনের প্রশংসা করছেন, তখন কেউ কেউ আবার তাঁর সাড়ে ৩কোটির গাড়ির কথা মনে করিয়ে দিলেন।

[আরও পড়ুন: কেরলের পর ছত্তিশগড়, প্রকাশ্যে সুদীপ্ত সেনের মাও আন্দোলন প্রেক্ষাপটে ছবির পোস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement