Advertisement
Advertisement
Kartik Aaryan

দামি পার্লারে নয়, পাহাড়ের জঙ্গলে বসে চুল কাটালেন কার্তিক আরিয়ান, জানেন কত টাকায়?

কার্তিকের ভিডিও ভাইরাল।

Kartik Aaryan gets a haircut only for Rs 3, video goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 26, 2023 11:59 am
  • Updated:September 26, 2023 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুল নিয়ে নানা স্টাইল করাটা কার্তিক আরিয়ান যেন অভ্য়াসে বানিয়ে ফেলেছেন। আর তাঁর নানা হেয়ার স্টাইলেই ফিদা মেয়ে মহল। কিন্তু জানেন কি, এক্সপেরিমেন্টের চক্করে পড়ে কার্তিক এবার কী করলেন?

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি কার্তিক তাঁর ইনস্টাগ্রামে একটা ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, গাছের তলায় বসে চুল কাটাচ্ছেন কার্তিক! যে নায়ক নামী-দামি হেয়ার স্যালোঁতে চুল কাটান, তিনি হঠাৎ এমন করলেন কেন? জানা গিয়েছে, এক সিনেমার শুটিং করতে গিয়ে এই মজার ওপেন এয়ার স্যালোঁ দেখতে পান কার্তিক। তাই এই মজাটা নিতেই পৌঁছে যান তিনি। শুধু তাই নয়, মাত্র ৩ টাকায় হেয়ার কাট করিয়ে ফেলেন বলিউডের এই হ্য়ান্ডসাম নায়ক।

Advertisement

[আরও পড়ুন: ডিসেম্বেরই কোলজুড়ে আসবে দ্বিতীয় সন্তান, ছিমছাম অনুষ্ঠানে সাধ খেলেন শুভশ্রী]

উল্লেখ্য, মাস কয়েক আগে লন্ডনে ছিলেন কার্তিক। সেখানে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। প্রাক্তন সেনাবাহিনীর সদস্য তথা অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন মুরলীকান্ত। কীভাবে এই অসাধ্যসাধন করেন তিনি? পর্দায় বাস্তবের সেই কাহিনিই ফুটিয়ে তুলতে চলেছেন ‘৮৩’ পরিচালক কবীর খান।

অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের ভূমিকায় অভিনয় করার জন্য ঘাম ঝরিয়ে মারাত্মক শারীরিক বদল ঘটিয়েছেন কার্তিক আরিয়ান। অসুস্থ অবস্থাতেও যেভাবে জান-প্রাণ লড়িয়ে দিচ্ছেন অভিনেতা, তাতে পরিচালকও এই ছবি নিয়ে খুব আশাবাদী। বাকি হিসেব বক্সঅফিসেই দেখা যাবে।

[আরও পড়ুন: সন্তানের জন্মের দুদিন পর খবর দিলেন স্বরা ভাস্কর, পোস্ট করলেন ছবি, জানালেন নামও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement