Advertisement
Advertisement

Breaking News

Kartik Aaryan

‘বিহার কা লালা’! ফুটপাতের লিট্টি-চোখার প্রেমে কার্তিক আরিয়ান, গরগরিয়ে বললেন বিহারি ভাষাও

প্রথমবার বিহারে অভিনেতা। 'রুহ বাবা'র কাণ্ড দেখে হেসে খুন সকলে!

Kartik Aaryan Enjoying Litti Chokha For First Time In Bihar

ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sandipta Bhanja
  • Posted:November 13, 2024 4:27 pm
  • Updated:November 13, 2024 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত ‘ভুলভুলাইয়া ৩’র (Bhool Bhulaiyaa 3) সাফল্যে মজে কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। বক্স অফিসে যেমন ভৌতিক ছবির বিজয়রথ ছুটছে, তেমন ‘রুহ বাবা’র পায়ের তলাতেও যেন সরষে! আজ দিল্লি, তো কাল বারাণসী পরশু আবার বিহার। সম্প্রতি প্রথমবারের জন্য বিহারে গিয়েছিলেন কার্তিক আরিয়ান। আর সেখানে গিয়েই অভিনেতা যেন আদ্যোপান্ত ‘বিহার কা লালা’! ফুটপাতে লিট্টি-চোখা চেখে দেখার পাশাপাশি গরগরিয়ে বিহারি ভাষাও বলে ফেললেন।

বিহারে যাবেন, আর সেখানকার জনপ্রিয় পদ লিট্টি-চোখা খাবেন না, তাও কি হয়? কার্তিকও সেই হাতছানি ফেরাতে পারেননি। সেখানকার ফুটপাতের দোকান থেকে লিট্টি আর চোখা খেয়ে অভিনেতা একেবারে প্রেমে পড়ে গেলেন। আর সেই ফাঁকে বলিউড তারকাকে দেখতে দোকানের সামনে একেবারে ভিড় জমে গেল। তবে হাতের প্লেটে রাখা খাবারের দিক থেকে নজর সরেনি তাঁর! সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনও লেখা বিহারি ভাষায়। সেই ভিডিও দেখে আবার কার্তিক আরিয়ানকে অনুরাগীদের পরামর্শ, “একবার এখানকার চম্পারণ মাটন খেয়ে দেখুন, জীবনে স্বাদ ভুলবেন না।” বিহারের কোথায় পাওয়া যাবে সেরা এই পদ? সেই ঠিকানাও তাঁরা জানিয়ে দিয়েছেন অভিনেতাকে।

Advertisement

দিওয়ালির মরশুমে ‘ভুলভুলাইয়া ৩’র (Bhool Bhulaiyaa 3) রিলিজ কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ফিল্মি কেরিয়ারে নতুন মাইলস্টোন যোগ করেছে। অভিনেতার কেরিয়ারে সবথেকে দ্রত গতিতে একশো কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এটি। প্রথম তিন দিনেই ক্যাশবাক্সে উপচে পড়েছে লক্ষ্মীর কৃপা। একশো কোটির গণ্ডি ছুঁয়ে বিগ বাজেট ছবির মোট মূলধনের ৭০ শতাংশই প্রযোজকের ঘরে ফিরিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। অন্যদিকে ‘রুহ বাবা’র রসিকতাতে মন মজেছে দর্শকদের। কার্তিককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। আর সিনেমা ব্লকবাস্টার হতেই কার্তিক যেন সপ্তম স্বর্গে। তাঁর ফিল্মি কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে অনীশ বাজমির ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজি। আর গগনচুম্বী সাফল্যের মাঝেই বিভিন্ন প্রান্তে প্রচারের জন্য যাচ্ছেন কার্তিক আরিয়ান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement