Advertisement
Advertisement

Breaking News

Kartik Aaryan Sreeleela

‘তুমিই আমার জীবন’, ডুয়ার্সের চা বাগানে শ্রীলীলাকে প্রেম নিবেদন কার্তিকের, শুটিং-প্রেম জমে ক্ষীর!

শ্রীলীলার প্রতি প্রেমের ইস্তেহার কার্তিকের। সম্পর্কে সিলমোহর!

Kartik Aaryan can’t take his eyes off Sreeleela during their chai date in North Bengal
Published by: Sandipta Bhanja
  • Posted:March 28, 2025 5:25 pm
  • Updated:March 28, 2025 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের ‘এলিজেবল ব্যাচেলার’। উপরন্তু নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’। সুদর্শন চেহারা। বক্স অফিস ফিগারেও অনেকের চেয়ে এগিয়ে। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ, সব মিলিয়ে ‘পাত্র’ মন্দ নয় কার্তিক আরিয়ান। অভিনেতা নাকি গোপনে প্রেম করছেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যা বালন! তার পর থেকেই শ্রীলীলার সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জন তুঙ্গে। কার্তিকের বাড়িতেও দক্ষিণী সুন্দরীর অবাধ যাতায়াত। সম্প্রতি এক ভাইরাল ভিডিওই তার প্রমাণ। বর্তমানে কার্তিক-শ্রীলীলা দু’জনেই ডুয়ার্সে। অনুরাগ বসুর নতুন ছবি শুটিংয়ে ব্যস্ত তারকাযুগল। আর সেখানেই শ্রীলীলার প্রতি প্রেমের ইস্তেহার করলেন কার্তিক আরিয়ান।

অভিনেতার ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে অনুরাগীমহলে শোরগোল! বিশেষ করে, ছবি আর ক্যাপশন দেখে তাঁদের অনুমান, ‘এতদিনে কার্তিক মুখ ফুটে সত্যি কথাটা বললেন।’ ছবিতে দেখা গেল, শুটের ফাঁকে চা বাগানের মাঝে বসে যুগলে। লাজে রাঙা শ্রীলীলা।  কার্তিক মুগ্ধ নয়নে চেয়ে রয়েছেন তাঁর দিকে। আর ক্যাপশনে লেখা- “তুমিই আমার জীবন।” এটি যদিও ‘আশিকি’ সিনেমার গানের লাইন ধার করে লেখা। আর বর্তমানে সেই ছবিরই তৃতীয় ফ্র্যাঞ্চাইজির শুটিংয়ে ব্যস্ত তাঁরা। এমন রোম্যান্টিক ছবি দেখে স্বাভাবিকভাবেই সরগরম বলিপাড়া থেকে নেটপাড়া। কোথায় তোলা এই ছবি? জানা গেল, শিলিগুড়ির অনতিদূরেই এক চাগানে শট দেওয়ার মাঝে তোলা এই ছবি। সিকিম, দার্জিলিং-সহ ডুয়ার্সের একাধিক জায়গায় ‘আশিকি ৩’ ছবির শুটিং করবেন অনুরাগ বসু, কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা। অনস্ক্রিন জুটি কি তাহলে এবার অফ স্ক্রিনেও প্রেমে মশগুল? কৌতূহল তুঙ্গে।

Advertisement

Speculations are Kartik Aaryan dating Shreeleela

সম্প্রতি কার্তিকের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় নায়িকাকে। যত আলোচনার শুরুয়াত সেখান থেকেই। সোশাল মিডিয়ায় নায়ক-নায়িকার সেই ভিডিওই এখন ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, কার্তিকের পরিবারের সকলের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন শ্রীলীলা। সেই বিশেষ মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি করেছেন কার্তিক নিজেও। এবার কি উত্তরবঙ্গে শুটিং-প্রেম জমে ক্ষীর? অনুমান তেমনই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub