Advertisement
Advertisement

Breaking News

Kartik Aaryan

কবে বিয়ে করছেন কার্তিক? বারাণসীর ঘাটে মা গঙ্গাকে সাক্ষী রেখে উত্তর ‘রুহ বাবা’র!

'ভুলভুলাইয়া ৩'র সাফল্যের মাঝেই নতুন খবর দিলেন কার্তিক আরিয়ান?

Kartik Aaryan Blushes As Fan Ask his marriage plan In Varanasi
Published by: Sandipta Bhanja
  • Posted:November 7, 2024 6:00 pm
  • Updated:November 7, 2024 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) নাকি গোপনে প্রেম করছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেরকমই ইঙ্গিত দিয়েছেন বিদ্যা বালন! বলিউডের নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’। সুদর্শন চেহারা। বক্স অফিস ফিগারেও অনেকের চেয়ে এগিয়ে। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ, সব মিলিয়ে পাত্র মন্দ নয় কার্তিক আরিয়ান। বলিউডের সেই ‘এলিজিবল ব্যাচেলর’ বিয়ে কবে করছেন? বারাণসীর ঘাটে এবার মা গঙ্গাকে সাক্ষী রেখে নিজেই ইঙ্গিত দিলেন।

‘ভুলভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) যখন বক্স অফিসে বিজয়রথ ছোটাচ্ছে, তখন কার্তিক মজে ধর্ম-কর্মে। বারাণসীতে গিয়ে গঙ্গা আরতি করে সেখানকার মন্দিরে পুজোও দিয়েছেন। সেখান থেকেই এক ভিডিও বর্তমানে নেটপাড়ায় ফাঁস হয়েছে। যেখানে দেখা গেল, ‘রুহ বাবা’কে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। চারিদিকে শুধুই কার্তিক-কার্তিক চিৎকার! অভিনেতা যখন ভক্তদগের উল্লাসে আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই ভিড়ের মধ্যিখান থেকে উড়ে এল প্রশ্ন- “বিয়েটা কবে করছেন?” শোনা মাত্রই লাজে রাঙা কার্তিক আরিয়ান। একগাল হেসে উপরের দিকে ইশারা করে বললেন, “ঈশ্বরই জানেন।” তবে হাতের যে মুদ্রা তিনি দেখালেন, তাতে স্পষ্ট বিয়ের পিঁড়িতে বসার জন্য আরেকটু সময় চাই কার্তিকের।

Advertisement

বারাণসীতে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে জমিয়ে ফুটপাতে চাট খেতে দেখা গেল কার্তিক আরিয়ানকে। এখানকার চাটভান্ডারে রকমারি খাবার আবার নীতা আম্বানিরও খুব পছন্দের। অনন্ত আম্বানির বিয়ের পদেও ছিল বারাণসী স্পেশাল চাট। কার্তিকও সেই চাট চেখে দেখার পাশাপাশি লস্যির সেই স্বাদ উপভোগ করলেন। অভিনেতাকে দেখে সেখানেও ভিড়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

দিওয়ালির মরশুমে ‘ভুলভুলাইয়া ৩’র (Bhool Bhulaiyaa 3) রিলিজ কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ফিল্মি কেরিয়ারে নতুন মাইলস্টোন যোগ করেছে। অভিনেতার কেরিয়ারে সবথেকে দ্রত গতিতে একশো কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা এটি। প্রথম তিন দিনেই ক্যাশবাক্সে উপচে পড়েছে লক্ষ্মীর কৃপা। একশো কোটির গণ্ডি ছুঁয়ে বিগ বাজেট ছবির মোট মূলধনের ৭০ শতাংশই প্রযোজকের ঘরে ফিরিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। অন্যদিকে ‘রুহ বাবা’র রসিকতাতে মন মজেছে দর্শকদের। কার্তিককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। আর সিনেমা ব্লকবাস্টার হতেই ধর্মে-কর্মে মন অভিনেতার। গতবার ‘ভুলভুলাইয়া ২’র সাফল্যের পরও বারাণসী গিয়ে গঙ্গা আরতি করেছিলেন কার্তিক আরিয়ান। সেই রীতি এবারও বজায় রেখেছেন। ‘ভুলভুলাইয়া ৩’ সুপারহিট হতেই বারাণসীতে ছুটে গিয়েছেন গঙ্গা আরতি করার জন্যে। সঙ্গে ছিলেন প্রযোজক ভূষণ কুমারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement