Advertisement
Advertisement
Prithviraj

বন্ধ হোক ‘পৃথ্বীরাজে’র মুক্তি! দীপিকার ‘পদ্মাবতে’র পর কর্ণি সেনার রোষের মুখে অক্ষয়ের ছবি

এই নিয়ে ইতিমধ্যেই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

Karni Sena seeks ban on Akshay Kumar's 'Prithviraj' | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 4, 2022 8:15 pm
  • Updated:February 4, 2022 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কর্ণি সেনার হুমকির মুখে পড়ল বলিউড ছবি। ২০১৭ সালের দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পদ্মবৎ’ (Padmaavat) ছবির স্মৃতি উসকে দিল অক্ষয়কুমারের ‘পৃথ্বীরাজ’ (Prithviraj)। ছবির নামকরণ নিয়ে আপত্তি তুলে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আর এবার এই ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানাল কর্ণি সেনা।

কর্ণি সেনার অভিযোগ, অক্ষয়ের পৃথ্বীরাজ ছবিতে হিন্দু সম্রাট পৃথ্বীরাজের চরিত্রকে ভুলভাবে ব্যখা করা হয়েছে এবং অশ্লীলভাবে দেখানো হয়েছে। কর্ণি সেনার তরফ থেকে জানানো হয়েছে, এই ছবির প্রিভিউ দেখেই এই ধারণা স্পষ্ট হয়েছে। এই ছবিতে ইতিহাসকে ভুল ভাবে ব্যখা করা হয়েছে। কর্ণি সেনার সহ-সভাপতি সঙ্গীতা সিংয়ের দায়ের করা এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ ফেব্রুয়ারি। তবে এই বিষয়ে কোনওরকম মন্তব্য করতে চায়নি ছবির টিম। 

Advertisement

 

[আরও পড়ুন: ‘আমাকে ছুঁলেই ৫০০ কোটির মানহানির মামলা!’ চিত্রসাংবাদিকদের হুমকি দিলেন রাখি ]

ইতিহাসকে প্রেক্ষিত করে এর আগেও বহুবার ছবি তৈরি হয়েছে বলিউডে। তবে সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবত’ ছবি যেভাবে কর্ণি সেনার রোষে পড়েছিল, সেরকমটা আর দেখা যায়নি কখনও। এই ছবির শুটিং করতে গিয়ে মহাবিপাকে পড়েছিলেন বনশালি। শুটিং ফ্লোরে ঢুকে কর্ণি সেনার বচসাতেও মেতেছিলেন বনশালির সঙ্গে। সেখানেই ছবির নাম, কিছু দৃশ্য় বদলে ফেলার দাবি করা হয়েছিল কর্ণি সেনার পক্ষ থেকে। এমনকী, দীপিকার নাক কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। শেষমেশ, কর্ণি সেনার দাবি মেনে ছবির নাম ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ করায় মুক্তি আলোর দেখে এই ছবি। সেই ঘটনার পর এবার অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’কে নিয়েও আপত্তি জানাল কর্ণি সেনা।

পদ্মাবত ছবিতে দীপিকা পাড়ুকোন।

[আরও পড়ুন: তীক্ষ্ণ চাহনি, লড়াকু মানসিকতা, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র ট্রেলারে মেজাজি আলিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement