Advertisement
Advertisement

Breaking News

Ranya Rao

‘শরীরের প্রতিটি ছিদ্রে সোনা লুকিয়েছিলেন’, কন্নড় অভিনেত্রীকে নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্যে বিতর্ক

বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়।

Karnataka's BJP MLA's vulgar remark against Ranya Rao sparks row
Published by: Sayani Sen
  • Posted:March 17, 2025 10:27 am
  • Updated:March 17, 2025 10:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাপাচার মামলায় কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের গ্রেপ্তারি নিয়ে তুঙ্গে চর্চা। তারই মাঝে বেফাঁস মন্তব্য করে বিপাকে কর্নাটকের বিজাপুরের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াৎনাল। তাঁর কুরুচিকর মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়।

রানিয়া রাওকে নিয়ে বিজেপি বিধায়ক বলেন, “গোটা শরীরের প্রতিটি ছিদ্রে সোনা লুকিয়ে পাচার করছিলেন।” তাঁর দাবি, এই সোনাপাচারের সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রীও যুক্ত। বিধানসভায় তাঁদের নাম প্রকাশ্যে আনার হুমকিও দেন। বলেন, “আমি বিধানসভার অধিবেশনে যে মন্ত্রীরা যুক্ত তাঁদের নাম বলব। আমার কাছে সমস্ত তথ্য আছে। কোথা থেকে সোনা কেনা হয়েছিল, কোথায় লুকনো হয়েছিল, কীভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে পাচারের চেষ্টা হচ্ছিল, কারা তাঁকে সাহায্য করেছেন, যারা সাহায্য করেছেন তাদের সঙ্গে অভিনেত্রীর কী সম্পর্ক – সমস্ত তথ্য আছে আমার কাছে। আমি বিধানসভা অধিবেশনে সব জানিয়ে দেব।” রানিয়া রাওয়ের ‘শরীরের প্রতিটি ছিদ্রে সোনা লুকনো’ মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে বিতর্কের ঝড়।

Advertisement

উল্লেখ্য, গত ৩ মার্চ, বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া। পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী। পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়ে দেয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। এবং ঘোষণা করেছিলেন, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও দেখা গিয়েছে, সোনা নিয়ে তিনি ভারতেই ফিরেছিলেন। এভাবে বারবার দুবাই যাওয়ার ভ্রমণ ইতিহাস থেকে পুলিশ নিশ্চিত, সোনা পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে। এদিকে তদন্তকারীদের দাবি, তিনি একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। আবার তদন্তকারীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রানিয়া। দাবি, তাঁকে মারধর করা হয়েছে। জোর করে সাদা কাগজে স্বাক্ষর করানো হয়েছে। এমনকী খাবার খেতে না দেওয়ারও অভিযোগও তুলেছেন রানিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement