সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কেজিএফ’ সিনেমার সৌজন্যে সারা ভারতে খ্যাতি পেয়েছেন কন্নড় সুপারস্টার যশ। তারকার পরবর্তী ছবি ছবি ‘টক্সিক’-এর জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এই সিনেমা নিয়েই শুরু হল বিতর্ক। ছবির শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে, এমনই দাবি কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খন্ডরের।
সংবাদ সংস্থা এএনআইকে মন্ত্রী জানান, তিনি এলাকায় গিয়েছিলেন। দেখেছেন সেখানকার অবস্থা। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল। তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এক সংস্থাকে দেওয়া ছিল। কিন্তু যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার শুটিংয়ের জন্য দেদার গাছ কাটা হয়েছে। মন্ত্রীর বক্তব্য, গত বছর তিনি এই এলাকার স্যাটেলাইট ইমেজে তিনি প্রচুর গাছ দেখেছিলেন, কিন্তু এখন এলাকা প্রায় ফাঁকা।
বিষয়টি নিয়ে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন ঈশ্বর ভীমান্না খন্ডরে। তিনি বলেন, “আমি বিবিএমপিকে (বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে) বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছি। এ বিষয়ে সম্পূর্ণ তদন্ত করার পরই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।” ভবিষ্যতে লাল বাগ বা কার্বন পার্কের মতো বেঙ্গালুরুতে আরও একটি পার্ক তৈরি করা হবে বলেও জানান তিনি।
#WATCH | Bengaluru | On alleged illegal cutting of trees for construction of a set for ‘Toxic’ movie, Karnataka Minister Eshwar Khandre says, “I visited the place (land belonging to HMT) where shooting for ‘Toxic’ movie is being done in Bengaluru. I witnessed many trees had been… pic.twitter.com/jfLo4Lego1
— ANI (@ANI) October 30, 2024
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ‘টক্সিক’ সিনেমার প্রযোজনাতেও অংশীদার যশ। এক সময় শোনা গিয়েছিল, এই ছবির মাধ্যমেই দাক্ষিণাত্যে এন্ট্রি নেবেন করিনা কাপুর। কিন্তু পরে আবার শোনা যায়, শুটিংয়ের ডেট নিয়ে সমস্যা ছিল। সেই কারণেই যশের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন করিনা। আগামী বছরই সিনেমা হলে ‘টক্সিক’ ছবির মুক্তি পাওয়ার কথা। ছবির নায়িকা হিসেবে কিয়ারা আডবাণীর নামই শোনা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.