সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা বাবা-মায়ের সন্তান বলে কথা। তাই ছোট থেকেই সইফ-করিনার দুই সন্তানকে নিয়ে আগ্রহের শেষ নেই। তারা কী করছে, কোথায় যাচ্ছে তা নিয়ে মাথাব্যথা যেন লেগেই রয়েছে। তবে বরাবরই ক্যামেরা থেকে নিজের সন্তানদের দূরেই রাখেন সইফিনা। অনুরোধও করেছেন পাপ্পারাজ্জিদের। কিন্তু কে শোনে কার কথা! ক্যামেরার ফ্ল্যাশ যেন পিছুছাড়া হয় না তৈমুরের। এবার পাপ্পারাজ্জিদের উপর মেজাজ হারাল সইফ-করিনার বড় ছেলে। ‘বন্ধ করো’, বলে রীতিমতো গর্জে উঠল সে। ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে। আর তা দেখে তাজ্জব প্রায় সকলেই। তৈমুরের সমালোচনায় সরব নেটিজেনদের একাংশ।
সারা সপ্তাহ ধরে লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে ব্যস্ত থাকেন সইফ-করিনা। সপ্তাহান্তের অবসরে কিছুটা অক্সিজেন সঞ্চয়ই লক্ষ্য তারকা দম্পতির। উইকএন্ডে সন্তানদের সময় দেন তাঁরা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সেভাবেই সময় কাটাতে দেখা গিয়েছে তারকা দম্পতিকে। করিনা ঘুরে বেড়াচ্ছেন। আশেপাশেই রয়েছেন তাঁর দুই সন্তান। তৈমুর ঘুরে বেড়াচ্ছে। পাপ্পারাজ্জির নজরও তার দিকে। হাত নেড়ে ক্যামেরা বন্ধ করতে বলে বছর পাঁচেকের তৈমুর। বলে ‘বন্ধ করো’।
View this post on Instagram
তৈমুরের মেজাজ হারানোর ভিডিও ভাইরাল হয়ে যায় নিমেষেই। ছোট্ট তৈমুরের এহেন ব্যবহার কাম্য নয় বলেই দাবি নেটিজেনদের। কেউ কেউ তাকে ‘বদমাস’ বলেও কটাক্ষ করে।
অনেকে আবার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন।
আবার তৈমুরের ব্যবহারকে সমর্থনও করেছেন নেটিজেনরা। সকলের ব্যক্তিগত পরিসর রয়েছে। আর তাকে সম্মান করা প্রয়োজন বলেই মত অনেকের।
ছোট্ট জে যদিও পাপ্পারাজ্জির সম্পর্কে এখনও কিছুই বুঝতে শেখেনি। খেলনা গাড়িতেই মন মজেছে তার। তৈমুর যখন রেগে আগুন তখন সে গাড়ি চালাতে ব্যস্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.