Advertisement
Advertisement

Breaking News

Kareena Kapoor

বন্দুক হাতে রণং দেহি করিনা, রোহিতের ‘সিংহম এগেইন’ হিট করানোর ফর্মুলা ফাঁস বেবোর!

পুলিশি ব্রহ্মাণ্ডে ঝাঁজালো করিনা কাপুর খান।

Kareena Kapoor to rejoin forces as Avni in Rohit Shetty's Singham Again | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 8, 2023 8:43 pm
  • Updated:November 8, 2023 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিংহম রিটার্নস’ ছবিতে ছিলেন। এবারও রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’-এ (Singham Again) তুরুপের তাস বেবো করিনা কাপুর খান (Kareena Kapoor)। তিন তিনটে ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন রোহিত-করিনা জুটি। পুলিশি ব্রহ্মাণ্ডের নতুন ছবিতে যে অভিনেত্রী থাকবেন, তা আগেভাগেই জানা গিয়েছিল। এবার করিনার লুক প্রকাশ্যে আনলেন বলিপাড়ার ‘হিট পরিচালক’ রোহিত শেট্টি।

চেহারায় দগদগে ক্ষতর দাগ। চোখেমুখে প্রতিশোধের আগুন। হাতে বন্দুক নিয়ে রণংদেহি মেজাজে করিনা কাপুর খান। ‘সিংহম এগেইন’-এ অভিনেত্রীকে অভনি বাজিরাও সিংহম নামে এক মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। করিনার লুক শেয়ার করে রোহিত শেট্টি লিখেছেন, “সিংহমের নেপথ্যের যে শক্তিস্তম্ভ, তার সঙ্গে পরিচয় করুন। আমরা প্রথমে ২০০৭ সালে কাজ করি। এখনও পর্যন্ত ৩টে ব্লকবাস্টার- ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল ৩’ এবং ‘সিংহম রিটার্নস’। আর এবার আমাদের চতুর্থ প্রজেক্ট সিংহম এগেইন।” এরপরই পরিচালকের সংযোজন, “১৬ বছর ধরে করিনার সঙ্গে কাজ করে আসছি। কোনও পরিবর্তন ঘটেনি। বেবো এখনও একই রকম রয়ে গিয়েছেন। সাদাসিধে, মিষ্টি আর কঠোর পরিশ্রমী।”

Advertisement

[আরও পড়ুন: বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে? স্বামী অভিষেককে ছাড়াই সর্বত্র ঐশ্বর্য, মুখ ফিরিয়েছে শ্বশুরবাড়িও!]

প্রসঙ্গত, বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) হাত ধরেই। ‘সিংহম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন। তারপর আসে ‘সিংহম রিটার্নস’। আবারও সুপারহিট অজয়-রোহিত জুটি। এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং (Ranveer Singh)। ‘সূর্যবংশী’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার। এবার ‘সিংহম এগেইন’-এর পালা। আর সেই ছবিতে দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার-সহ করিনা কাপুরের মতো অনেককেই দেখা যাবে।

আগামী বছর ২০২৪ সালে ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা ‘সিংহম এগেইন’-এর। আর সেদিনই আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ (Pushpa 2) সিনেমার মুক্তিও রয়েছে। বক্স অফিসে যে দাক্ষিণাত্য ও বলিউড সম্মুখ সমরে হতে চলেছে, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতেই জান-প্রাণ লড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক রোহিত শেট্টি ও তাঁর টিম।

[আরও পড়ুন: ‘আরও কাছাকাছি….’, দিওয়ালি পার্টিতে ঐশ্বর্যকে জড়িয়ে ধরলেন সলমন? লাল পোশাকেই গণ্ডগোল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement