সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক নতুন অবতারে পর্দায় ফিরছেন করিনা কাপুর খান। এবার তাঁকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে। পরিচালক হনসল মেহেতার নতুন ছবি ‘বাকিংহাম মাডার্স’ ছবিতেই গোয়েন্দা অবতারে অভিনয় করবেন করিনা।
জানা গিয়েছে, হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেয়ার অফ ইস্টটাউন’-এ কেট উনস্লেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, তার আদলেই তৈরি হয়েছে করিনার এই চরিত্র। এই ছবির শুটিং সদ্য শেষ করেছেন সইফ ঘরনি।
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা (Kareena Kapoor) বললেন, ‘মেয়ার অফ ইস্টটাউন আমার ভীষণ ভীষণ প্রিয় একটা সিরিজ। যখন হনসল আমার কাছে চিত্রনাট্য নিয়ে এসেছিলেন, আমি শুধু বললাম, এমন কাজের জন্যই বেঁচে ছিলাম! পুলিশের গোয়েন্দা চরিত্রে অভিনয় আমার জীবনে প্রথম বার। চরিত্রটি করতে পেরে আমি সত্য়িই ধন্য।’
View this post on Instagram
View this post on Instagram
অন্য়দিকে পরিচালক সুজয় ঘোষের একটি থ্রিলার ছবির শুটিংও শেষ করেছেন করিনা। ইতিমধ্য়েই এই ছবির শুটিং হয়ে গিয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। এই ছবির পরেই হনসল মেহেতার নতুন ছবি সই করেছিলেন করিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.