Advertisement
Advertisement

ছেলের নাম কেন রাখলেন তৈমুর? অবশেষে সত্যিটা জানালেন করিনা

তৈমুরের জন্মের সাত বছর পর মুখ খুললেন করিনা।

kareena kapoor talks about taimur ali khan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 12, 2023 5:04 pm
  • Updated:September 12, 2023 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা, সংসার, নবাব পরিবার। তার উপর দুই বাচ্চার মা। নানা কারণে করিনা বিতর্কে থাকলেও, খুব একটা গুঞ্জন নিয়ে মুখ খোলেন না। বিশেষ করে সেই গুঞ্জন যদি হয় স্বামী সইফ, দুই ছেলেকে নিয়ে তাহলে তো একেবারেই পাত্তা দেন না করিনা। তবে এবার বহু বছর আগের এক বিতর্ক নিয়ে মুখ খুললেন করিনা। করিনার প্রথম ছেলে তৈমুরের নামকরণের পর গোটা দেশ জুড়ে যেভাবে সমালোচনা শুরু হয়েছিল তা সত্য়িই কল্পনা করতে পারেননি করিনা ও সইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো কাসুন্দিই ঘাটলেন করিনা।

করিনার কথায়, শিশুকে নিয়ে যে এমন হতে পারে, তা আমরা কল্পনাও করিনি। তবে আমরা চুপ ছিলাম। কারণ, আমরা জানতাম যে ভুল করছি না। আমাদের যেটা পছন্দ, সেটাই করছি।

Advertisement

[আরও পড়ুন: এক সময় ছিলেন ভুটানের রাজার বিশ্বস্ত সৈনিক, ‘জওয়ান’ শাহরুখের ‘জুজু’র গল্প জানেন?]

করিনা আরও জানান, ”আমার ছেলের নাম তৈমুর লঙের নামে নয়। সইফের ছোটবেলার এক বন্ধুর নাম থেকে নেওয়া। সইফ বলেছিল এই নামটা তাঁর প্রিয়। তাই সেই নামটাই আমরা প্রথম সন্তানের জন্য় রেখেছি।”

২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। বিয়ের চার বছর পর ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাঁর কোল আলো করে আসে এক ফুটফুটে পুত্রসন্তান৷ তৈমুরের জন্ম দেন করিনা।

[আরও পড়ুন: শাহরুখের পর এবার অ্যাটলির ছবিতে আমির-সলমন! কপাল খুলবে দুই খানের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement