Advertisement
Advertisement
Bhoot Police poster

করিনার হাত ধরেই প্রকাশ্যে সইফের ‘ভূত পুলিশ’ ছবির পোস্টার, কবে পাবে মুক্তি?

কোন প্ল্যাটফর্মে দেখতে পাবেন ছবিটি? সেকথাও জানিয়েছেন সইফের 'বেগম'।

Kareena Kapoor shares poster Of Saif Ali Khan's new film Bhoot Police | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 5, 2021 4:23 pm
  • Updated:July 5, 2021 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় স্বামী সইফ আলি খানের (Saif Ali Khan) কোনও ভেরিফায়েড প্রোফাইল নেই। তাই তাঁর ছবির প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন করিনা কাপুর (Kareena Kapoor)। সোমবার সকালে সইফ অভিনীত ‘ভূত পুলিশ’ (Bhoot Police) ছবির পোস্টার করিনাই প্রকাশ করলেন।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘তশন’ ছবির সেটেই নাকি করিনার প্রেমে পড়েছিলেন সইফ। ২০১২ সালে বিয়ে করেন দু’জন। প্রায় এক দশক ধরে সইফের সংসার সামলাচ্ছেন করিনা। দুই সন্তানের মা হয়েছে। আজও দু’জনের ভালবাসায় এতটুকু ছেদ পড়েনি। তবে করিনা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, আর সইফের কোনও ভেরিফায়েড প্রোফাইল পর্যন্ত নেই। অথচ এই অতিমারী (Pandemic) পরিস্থিতিতে ছবির মুক্তি ও প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার সোশ্যাল মিডিয়া। তাই স্বামী সইফকে সাহায্য করতে এগিয়ে এলেন করিনা। ‘ভূত পুলিশ’ ছবির পোস্টার প্রকাশ তো করলেনই পাশাপাশি ও জানালেন ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

Advertisement

[আরও পড়ুন: বিজ্ঞাপনের শুটিং না করে ফিরে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কীসের প্রতিবাদে?]

২০২০ সালের নভেম্বরে ‘ভূত পুলিশ’-এর শুটিং শুরু হয়েছিল। পবন কৃপালিনীর পরিচালনায় ছবিতে সইফ ছাড়াও অভিনয় করেছেন অর্জুন কাপুর (Arjun Kapoor), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), ইয়ামি গৌতম (Yami Gautam), জাভেদ জাফ্রি (Javed Jaffrey)। হরর কমেডির ধাঁচেই ছবির গল্প সাজানো হয়েছে। ১০ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে ডিজনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সে।  সিনেমার পোস্টার আপলোড করে ঠাট্টার ছলে ক্যাপশনে করিনা লিখেছেন, “অলৌকিক ব্যাপার-স্যাপারে ভয় পাবেন না, বিভূতির সঙ্গে নিরাপদ থাকুন।” আর তাতেই জানিয়ে দিয়েছেন ছবিতে সইফের চরিত্রের নাম বিভূতি।  ছবিতে অর্জুন কাপুরের চরিত্রের নাম চিরৌঞ্জি। তাঁর লুকও প্রকাশ্যে এসেছে। 

[আরও পড়ুন: ‘রাসমণি’র শেষশয্যার সেলফি তুললেন ‘গদাধর’, ছবি ঘিরে তুমুল চর্চা নেটপাড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement