Advertisement
Advertisement

আবার মা হতে চলেছেন করিনা!

নবাব খানদানে আসতে চলেছে নতুন অতিথি?

Kareena Kapoor pregnant again!
Published by: Sayani Sen
  • Posted:November 1, 2018 1:08 pm
  • Updated:November 1, 2018 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবাব-খানদানে নাকি আসতে চলেছে নয়া অতিথি৷ কানাঘুষো শোনা যাচ্ছে, দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর৷ কয়েকদিন আগে কালো রংয়ের পোশাক পরিহিত একটি ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন করিনা৷ ওই ছবি দেখেই নাকি অনেকে মনে করছেন তৈমুরের পর আবারও মা হতে চলেছেন ‘ছোটে নবাব’ ঘরনি৷

[ছোট্ট তৈমুরকে নিয়ে মতের মিল হচ্ছে না সইফ-করিনার!]

সম্প্রতি কুড়ি বছর পূর্তি হয় শাহরুখ-কাজল অভিনীত ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর৷ সেই উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়৷ ওই পার্টিতেই উপস্থিত ছিলেন করিনা৷ একটি কালো পোশাক পরে লাস্যময়ী রূপে দেখা গিয়েছে তাঁকে৷ ওই পোশাকে লাগানো ছিল প্রাইস ট্যাগ৷ লক্ষাধিক টাকা মূল্যের ওই পোশাকে মন জয় করেছেন করিনা৷ ‘বেবো’-র পোশাক নিয়ে আলোচনা কম হয়নি৷

Advertisement

[‘জাসলিনের সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক ছিল না’]

ওই পার্টির বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা৷ সেই ছবি দেখার পরই বদলাল আলোচ্য বিষয়৷ এবার খানদানে নতুন অতিথি আসবে ভেবেই ফিসফিসানি শুরু করেছেন নেটিজেনরা৷ অনেকেই বলছেন, ওই ছবিতেই নাকি বেবি বাম্প দেখা গিয়েছে করিনার৷ তৈমুরের পর আবারও নাকি মা হতে চলেছেন তিনি৷ যদিও এ বিষয়ে সইফ-করিনা এখনও কিছুই জানাননি৷

[শত্রুতায় ইতি টেনে কফি হাতে কাউচে বসবেন করিনা-প্রিয়াঙ্কা!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on

[জানেন, নিক-প্রিয়াঙ্কার বিয়েতে কারা আমন্ত্রিত?]

২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। বিয়ের চার বছর পর ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাঁর কোল আলো করে আসে এক ফুটফুটে পুত্রসন্তান৷ তৈমুরের জন্ম দেন করিনা। দিনকয়েক আগে একটি শো-তে এসে করিনা-সইফ দুজনেই জানিয়েছিলেন এক নয় বরং আরও কয়েকটি সন্তানের বাবা-মা হতে চান তাঁরা৷ তৈমুরের বছর দুয়েক বয়স হলে তবেই তার ভাই বা বোনকে বাড়ি আনার পরিকল্পনা শুরু করবেন দুজনে৷ আর মাত্র এক মাসের অপেক্ষা৷ এরপর দু’বছরের গন্ডি পেরোবে তৈমুর৷ তার আগে এহেন গুজবে করিনা-সইফের পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে তা বলাই যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement