Advertisement
Advertisement

Breaking News

Kareena Kapoor

‘শাহরুখই সিনে সাম্রাজ্যের বাদশা’! দাবি করিনার, কী দোষ আমির-সলমনের?

খান সাম্রাজ্যের মধ্যে অভিনেত্রী কেন এগিয়ে রাখলেন কিং খানকে?

Kareena Kapoor on SRK, Salman, Aamir Khan | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 13, 2023 4:02 pm
  • Updated:October 13, 2023 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “শাহরুখ খানই সিনে সাম্রাজ্যের প্রকৃত বাদশা”, বলছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। অভিনেত্রীর কেরিয়ারে বর্তমানে দারুণ সময় চলছে। জোরকদমে সেকেন্ড ইনিংসের শুরুয়াৎও বলা যায়! বলিউডের সব ‘খান’দের সঙ্গেই ঘুরিয়ে ফিরিয়ে জুটি বেঁধেছেন তিনি। এবার হিন্দি সিনেপাড়ার খান সাম্রাজ্য নিয়ে বড় কথা নবাব বেগমের মুখে।

বক্স অফিসে ১ মাস বাদে গিয়েও অপ্রতিরোধ্য ‘জওয়ান’ (Jawan)। একা হাতে বলিউডের ব্যবসার হাল ফিরিয়ে খান সাম্রাজ্যের ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রত্যাবর্তন ঘটেছে। ‘লাল সিং চাড্ডা’ সিনেবাজারে মুখ থুবড়ে পড়ার পর বিরতি ঘোষণা করেছেন আমির খান। অন্যদিকে সলমন খানের (Salman Khan) ‘কিসি কা ভাই কিসি কি জান’ও ভাল ব্যবসা দিতে পারেনি। সেই প্রেক্ষিতে বলিউডের খান সাম্রাজ্যের মসনদে একাই রাজত্ব করছেন শাহরুখই। ‘পাঠান’-এর দৌলতে যশরাজ ফিল্মসের ‘ফ্লপ’ তকমাও ঘুচিয়েছিলেন কিং খানই। এমনকী ‘টাইগার’ (Tiger 3) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি হিট করাতেও সেই বাদশাকেই ‘ব্রহ্মাস্ত্র’ হিসেবে ব্যবহার করছেন প্রযোজক আদিত্য চোপড়া! এবার সেই তিন খানের মার্কশিটেই নম্বর বসালেন করিনা কাপুর।

Advertisement

[আরও পড়ুন: সিঁথিতে সিঁদুর, এয়ারপোর্টে পরিণীতিকে দেখেই চিৎকার, ‘জামাইবাবু কোথায়?’]

সম্প্রতি সাক্ষাৎকারে বলিউডের তিন সুপারস্টারদের নিয়ে কথা বলেন করিনা কাপুর। শাহরুখ-সলমন কিংবা আমির, একে-অপরের থেকে কে কতটা আলাদা কিংবা কোথায় এগিয়ে? সেই বিষয়েই মুখ খুললেন অভিনেত্রী। করিনার মন্তব্য, “শাহরুখ সিনেদুনিয়ার বাদশা। মানুষ ওঁকে সম্রাট, জয়ী… যা কিছুই বলে থাকুক না কেন, শাহরুখ খানের জন্য সেসব উপমাও কম পড়বে। অন্যদিকে, সলমনের ব্যক্তিত্বটাই দারুণ। ও একেবারে সুপার-ডুপার স্টারডম রেখেছে।” আর আমির? মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে করিনা বললেন, “আমির হচ্ছে ফোকাসড মানুষ। ও যে কোনও চরিত্রের মধ্যে ঢুকে যায়। ও প্রচণ্ড মগ্ন হয়ে যায় নিজের কাজে।”

[আরও পড়ুন: ‘স্যাম বাহাদুর’-এর টিজারে ডেয়ারডেভিল আর্মি জেনারেল ভিকি কৌশল, কয়েক মিনিটেই চমক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement