Advertisement
Advertisement

Breaking News

Kareena Kapoor Khan

গোপনে প্রেম করছেন করণ জোহর! প্রেমিকের নাম ফাঁস করলেন করিনা

করিনার কাণ্ডে বিপাকে করণ।

Kareena Kapoor Khan Talk about Karan Johar Love life| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 17, 2023 2:38 pm
  • Updated:November 17, 2023 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণের কফি খেলে বলিউডের মহাতারকাদের পেট থেকেও টুক করে বেরিয়ে পড়ে গোপন তথ্য। আর তার পর সেই তথ্য নিয়ে বলিপাড়ায় হইচই লেগেই থাকে। সদ্য় প্রমাণ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাঁদের সাক্ষাৎকার টেলিকাস্ট হওয়ার পরেই দীপিকার ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোলের পর ট্রোল। গুঞ্জন পাড়ার নজর কেড়েছে সারা ও অনন্য়া পাণ্ডের এপিসোডও। তবে এবার খোদ করণ জোহরই পড়লেন বিপাকে। করণের এক গোপন তথ্য টুক করেই ফাঁস করলেন করিনা কাপুর।

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি ‘কফি উইথ করণে’ হাজির হয়েছিলেন কাপুর ফ্য়ামিলির ননদ করিনা ও বউদি আলিয়া। করণের প্রশ্নের গুগলিতে একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন আলিয়া-করিনা দুজনেই। টুকটাক ফাঁস করছিলেন কাপুর পরিবারের অন্দরমহলের কথা। ঠিক এই সময়ই করণের ‘লাভ লাইফ’ নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন করিনা।

Advertisement

তা কী বললেন বেবো?

করণের প্রেম প্রসঙ্গে করিনাক সাফ কথা, করণের জীবনে একটা নয়, অনেক পুরুষ। সবাই-ই করণকে পেতে চায়। তবে করণের জীবনে একজন স্পেশ্য়াল মানুষ রয়েছেন। ঠিক এখানেই করিনাকে আটকালেন করণ। স্পষ্ট বললেন, আমি একেবারেই সিঙ্গল! তার পর করিনার মুখে হালকা হাসি!

[আরও পড়ুন: চক দে ইন্ডিয়া! ভারতের বিশ্বজয়ের আশায় বিরাট মন্ত্র দিলেন ‘ক্যাপ্টেন কবীর’ শাহরুখ]

এক সময় করিনার সঙ্গে একেবারে মুখ দেখাদেখি বন্ধ ছিল করণ জোহরের। এমনকী, দুজন, দুজনের মুখই দর্শন করতেন না। কফি উইথ করণেই করণ জোহর সারা আলি খানকে জানিয়ে ছিলেন, ”বাবা মারা যাওয়ার পর করিনার ফোন এল। দুজনেই কিছুক্ষণ চুপ করেছিলাম। তারপর রাতে করিনা আমার বাড়ি এল, সারা রাত গল্প করলাম। কাঁদলাম। ব্যস, সব ঠিক হয়ে গেল খুব সহজেই। করণের কথায়, ”কাল হো না হো ছবির কাস্ট নিয়েই ঝামেলা বেঁধেছিল। করিনাই বন্ধ করেছিলেন কথা।” এর পরই যে করিনা ও করণের বন্ধুত্ব আরও জমাট বাঁধল তার প্রমাণ এবারের কফি উইথ করণ। তাই ভালো বন্ধুর হাঁড়ির খবর যে করিনা জানবেন তাতে আর নতুন কি! 

[আরও পড়ুন: ‘ঐশ্বরিক চিত্রনাট্যে’ রেকর্ড গড়েই বউকে চোখে হারাচ্ছেন বিরাট! ড্রেসিং রুমের কীর্তি ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement