সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৪৪। কিন্তু বয়সকে তুড়ি মেরে করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) কিন্তু এখনও ঝড় তুলছেন তাঁর রূপে। এখনও পর্দায় বা বলিউড পার্টিতে করিনাকে দেখলে সব ক্যামেরার চোখ বেবোর দিকেই। কিন্তু জানেন কি? অন্য়ান্য নায়িকাদের মতো প্লাসটিক সার্জারি বা বোটস্ক করান না করিনা। আর এর নেপথ্যে নাকি রয়েছেন সইফ আলি খান! হ্য়াঁ, এমনটাই জানা লেন করিনা কাপুর।
সম্প্রতি এক ছবির প্রচারে এসে করিনা ফাঁস করলেন এই গোপন তথ্য। করিনার কথায়, ”রূপের কোনও বয়স হয় না। প্রত্যেক বয়সেই আলাদা আলাদা রূপের মাধুর্য থাকে। আসলে আমি বোটক্স বা প্লাসটিক সার্জারি করার পক্ষপাতিত্ব নই। সইফও পছন্দ করে না। বরং আমি এখন যেমন, সইফ তেমনই আমাকে সেক্সি দেখে। আমিও সইফকে এভাবেই দেখতে চাই।”
ফের এক নতুন অবতারে পর্দায় ফিরছেন করিনা কাপুর খান। এবার তাঁকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে। পরিচালক হনসল মেহেতার নতুন ছবি ‘বাকিংহাম মাডার্স’ ছবিতেই গোয়েন্দা অবতারে অভিনয় করবেন করিনা।
হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেয়ার অফ ইস্টটাউন’-এ কেট উনস্লেট যে চরিত্রে অভিনয় করেছিলেন, তার আদলেই তৈরি হয়েছে করিনার এই চরিত্র। ১৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা (Kareena Kapoor) বললেন, ‘মেয়ার অফ ইস্টটাউন আমার ভীষণ ভীষণ প্রিয় একটা সিরিজ। যখন হনসল আমার কাছে চিত্রনাট্য নিয়ে এসেছিলেন, আমি শুধু বললাম, এমন কাজের জন্যই বেঁচে ছিলাম! পুলিশের গোয়েন্দা চরিত্রে অভিনয় আমার জীবনে প্রথম বার। চরিত্রটি করতে পেরে আমি সত্যিই ধন্য।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.