ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ সালই ঘুরিয়ে দিল করিনা কাপুরের (Kareena Kapoor) ভাগ্যচক্র। ‘জানে জান’ সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সিনেসমালোচকদের তরফেও দারুণ প্রশংসিত হয়েছে বেবোর অভিনয়। তার পরই করিনার ঝুলিতে এসেছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এবার শোনা গেল, বিগ বাজেট দক্ষিণী সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন করিনা কাপুর খান।
বলিউড মাধ্য সূত্রে খবর, ‘টক্সিক’ নামে এক দক্ষিণী ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বেবোকে। ‘কেজিএফ’ স্টার যশের বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা ইতিমধ্যেই চূড়ান্ত। গীতু মোহনদাসের পরিচালনায় ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ‘টক্সিক’। গত সেপ্টেম্বর মাসেই লন্ডনে গিয়ে রেইকি সেরে এসেছেন যশ। এবার ফ্লোরে যাওয়ার পালা। উল্লেখ্য, ‘টক্সিক’-এর সুবাদেই দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে হেভিওয়েট এন্ট্রি হতে চলেছে করিনা কাপুরের।
বলিউডে দু দশক কাটিয়ে ফেললেও তেইশ অবধি ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই করিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা। তবে খেলা ঘোরালো চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’। সিঙ্গল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন করিনা। ২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘লাল সিং চাড্ডা’ এনেছিলেন ঠিকই। কিন্তু সুপারফ্লপ সেই ছবিতে করিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সমস্ত লাইমলাইট কেড়েছিলেন আমির খান। তবে ২০২৩ সালে ‘জানে জান’-এর দৌলতে নজর কাড়া প্রত্যাবর্তন করিনার কাপুরের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.